বাংলাদেশ আর কলকাতা, এপার-ওপার দুই বাংলা মূলত ভাষার বন্ধনে আবদ্ধ। ভাষার বাঁধনের কারণে বিভিন্ন অঙ্গনে লেনদেনটা বেশ মজবুতই বলা যায়। বিশেষ করে সংস্কৃতি ভুবনের শিল্পীদের যাওয়া-আসা চলছে স্বাধীন দেশের শুরু থেকেই। স্বাধীন দেশে প্রথম ১৯৭৩ সালে কলকাতায় সত্যজিৎ রায় নির্মিত ‘অশনি সংকেত’ ছবিতে অভিনয় করেন ববিতা। ১৯৭৬ সালে টালিগঞ্জে নির্মিত রাজেন তরফদার পরিচালিত ‘পালংক’…