রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

মহসীন মেহেদীর কথা ও সুরে হাবিব

শোবিজ প্রতিবেদক

মহসীন মেহেদীর কথা ও সুরে হাবিব

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে স্নাতক পাস করেছেন। কিন্তু লেখালেখির অভ্যাস কৈশোর থেকেই। ছড়া-কবিতার পাশাপাশি শখের বশে রেডিওতে চাকরি করা অবস্থায় লিখে বসলেন একটি গান : ‘ভালোবাসি তোমার ঐ রোদ্দুর হাসি’। এ গানটিই তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। তারপর থেকে শুরু হলো গান নিয়ে পথচলা। বলছি গীতিকবি মহসীন মেহেদীর কথা। সম্প্রতি গুণী এই মানুষটির কথা, সুর ও সংগীতে নতুন একটি গানে কণ্ঠ দেন হাবিব ওয়াহিদ। গানটির শিরোনাম ‘এই পথ চাওয়া’। নতুন এই গানটি প্রসঙ্গে মহসীন মেহেদী বলেন, ‘হাবিব ওয়াহিদ এবং আমার স্ত্রীর অসংখ্য ভালোবাসার গান রয়েছে। বলা চলে তার সবকটিই জনপ্রিয়। অনেকের জন্য গান লেখা হলেও প্রচারবিমুখ বলেই হয়তো হাবিব ভাইয়ের সঙ্গে আমার একটিও গান নেই। একজন অনুরাগী হিসেবে কাকতালীয়ভাবে এ গানটি আমি লিখেছিলাম দুই বছর আগে এবং হাবিব ভাই গানের লাইন শুনে বেশ প্রশংসাও করেছিলেন! এতদিন পর ভালোবাসার আমেজকে কেন্দ্র করে আমার কথায় সুর-সংগীত ও কণ্ঠ দিলেন হাবিব ওয়াহিদ নিজেই; এমনটা সত্যি ভাবিনি!’ গানটির শিরোনাম- এই পথ চাওয়া। গানটির নামকরণ করেছি আমি নিজেই! অডিও আকারে গানটি প্রকাশিত হবে এ মাসের মাঝামাঝি। আমি, আমার মা, স্ত্রী, সন্তান, ভাই, বোন-আমাদের মতো সমগ্র জাতিই এই ভালোবাসা দিবসে নতুন সংগীতায়োজনে ভালোবাসার বন্যায় ভেসে যাওয়ার অপেক্ষায় ।’

সর্বশেষ খবর