পাচারকারীদের হাতে বন্দি মণি আর শিউলি একের পর এক মুক্ত হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়। মণিকে বাসায় না আসতে দেখে আয়ান আর রুনা দুজনেই খুঁজতে শুরু করে। মণি কি তাহলে সত্যিই দুবাই পাচার হয়ে যাবে? আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’র চিত্রনাট্য করেছেন আসফিদুল হক। সংলাপ লিখেছেন মো. মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় ধারাবাহিকে রয়েছেন সাফানা নমনি, অনিন্দ, হামিম, তৃষিতা। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, নাজনীন হাসান চুমকি, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা মমসহ আরও অনেকে। লাইন প্রোডিউসার কিশোর খন্দকার। প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে দীপ্তটিভিতে প্রচারের পরপরই এটি দেখা যাচ্ছে ইউটিউব ও ফেসবুকে।