শিরোনাম
বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

ইন্ডিয়া হাউসে হিরুর নৃত্যসন্ধ্যা

শোবিজ প্রতিবেদক

ইন্ডিয়া হাউসে হিরুর নৃত্যসন্ধ্যা

স্বনামধন্য নৃত্যশিল্পী ও নৃত্য নির্দেশক আনিসুল ইসলাম হিরু। তিনি ‘সৃষ্টি কালচারাল সেন্টার’-এর প্রতিষ্ঠাতা। সুখবর হচ্ছে, ‘সৃষ্টি কালচারাল সেন্টার’র শিক্ষার্থীদের নিয়ে এক নৃত্যসন্ধ্যার আয়োজন করেছে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার (আইজিসিসি)। শুধু সীমিত সংখ্যক আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ইন্ডিয়া হাউসে এই নৃত্যসন্ধ্যা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। এ আয়োজন নিয়ে আনিসুল ইসলাম হিরু বলেন, ‘গত বছরের ১৬ ডিসেম্বর আমরা ভারতীয় দূতাবাসের সৌজন্যে দিল্লিতে একটি নৃত্যানুষ্ঠানে অংশ নিয়েছিলাম। সেটি ছিল বাংলাদেশের সুবর্ণজয়ন্তী উপলক্ষে। আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে আমাদের নাচের মাধ্যমে ফুটিয়ে তুলেছিলাম, যা বেশ প্রশংসিত হয়। সেই পরিবেশনাটিই আমরা এখানে আবার করছি।’ আয়োজনটি সাজানো দুটি পর্বে-শাস্ত্রীয় নৃত্য ও দেশীয় নৃত্য। পুরো পরিবেশনায় মেহবুবা মাহনূর চাঁদনী ও সাবরিনা সাফি নিসাসহ অংশ নিচ্ছে হিরুর নতুন ও পুরনো শিক্ষার্থীরা।

সর্বশেষ খবর