শুক্রবার, ৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

দর্শকের পছন্দ এখনো সুপারহিরোরা

দর্শকের পছন্দ এখনো সুপারহিরোরা

স্পাইডারম্যান

হলিউডের ছবি নিয়ে বিশ্বব্যাপী সিনেমাপ্রেমী ভক্তদের আগ্রহের কমতি নেই। সময়ের ট্রেন্ড সুপারহিরোরা এখন পিছিয়ে নেই।  দর্শকের পছন্দে এখনো অমলিন এমন সুপারহিরোনির্ভর ফিল্ম নিয়ে লিখেছেন- পান্থ আফজাল

 

স্পাইডারম্যান

স্পাইডারম্যান মানেই উত্তেজনা। এর আগে মুক্তি পায় দ্য এমিজিং স্পাইডারম্যান, ‘স্পাইডারম্যান : ফার ফ্রম হোম’, ‘স্পাইডারম্যান : নো ওয়ে হোম’সহ বেশ কিছু সিরিজ। মুক্তির পর থেকে এসব সিনেমা নিয়ে তুমুল আলোচনা চলে। বরাবরের মতো পিটার পার্কারের ভূমিকায় ফিরেছেন টম হল্যান্ড। এদিকে আন্তর্জাতিকভাবে মুক্তির সঙ্গে সঙ্গেই বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সের সব শাখায় মুক্তি পেয়ে আসছে স্পাইডারম্যান সিরিজের সবগুলো ফিল্ম।

 

সুপারম্যান

সুপারম্যান

কাল্পনিক কমিক এই চরিত্রটি পরবর্তীতে সুপারহিরো মুভি তৈরি হয়। যা বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি করে। সুপারহিরো চরিত্রে বেশ কয়েকটি সিরিজে অভিনয় করেছেন হেনরি কেভিল। এটির নির্মাতা জ্যাক স্লাইডার। সুপারম্যান চরিত্রের পোশাকটি বিশেষভাবে স্বতন্ত্র। লাল, নীল ও হলুদের মিশ্রণে তৈরি বুকে ‘এস’ ফলক।

 

ব্যাটম্যান

ব্যাটম্যান

সুখবর হচ্ছে, আন্তর্জাতিকভাবে মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পেতে যাচ্ছে আলোচিত ছবি ‘দ্য ব্যাটম্যান’। আজ যুক্তরাষ্ট্রে মুক্তি পাবে ছবিটি। সেন্সর ছাড়পত্র সাপেক্ষে তার এক দিন আগেই গতকাল ঢাকার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে এ ছবি। বিশ্বজুড়ে অগণিত চলচ্চিত্রপ্রেমীর প্রিয় সুপারহিরো ব্যাটম্যান। পর্দায় আসছে নতুন রূপে। এ নিয়ে চলছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আগের ব্যাটম্যানদের থেকে অনেকটা আলাদা হতে চলেছে সবকিছু। ম্যাট রিভস পরিচালিত ‘দ্য ব্যাটম্যান’-এ রয়েছেন রবার্ট প্যাটিসন (ব্যাটম্যান), জো ক্রাভিটজ, পল ডানো, কলিন ফারেল প্রমুখ।

 

ওয়ান্ডার ওম্যান

ওয়ান্ডার ওম্যান

আরেকটি সুপারহিরো চরিত্রে ওয়ান্ডার ওম্যান। এই চরিত্রটি জাস্টিস লিগের ফাউন্ডিং মেম্বার। এই চরিত্রে কয়েকটি সিরিজে অনবদ্য অভিনয় করেছেন সুন্দরী গ্যাল গ্যাদত। এটি নির্মাণ করেছেন প্যাটি জেনকিনস। গ্যাল গ্যাদতের বিপরীতে রয়েছেন ক্রিস পাইন।

 

হাল্ক

এক অতিমানবীয় চরিত্র। হঠাৎ করেই রেগে গেলে নিজেকে বিশাল আকৃতির আবিষ্কার করে। সিরিজের সব দর্শকের মধ্যে তুমুল আলোড়ন তুলেছিল। পরবর্তীতে হাল্কে অ্যাভেঞ্জার সিরিজে যুক্ত করা হয়।

 

আয়রনম্যান

আয়রনম্যান

আয়রনম্যান (টনি স্টার্ক) একটি কাল্পনিক কমিক চরিত্র। পরবর্তীতে এটি নিয়ে হলিউড মুভি হয়। কয়েকটি সিরিজ নির্মিত হয়েছে। চরিত্রটি তৈরি করেছিল স্ট্যান লি, ল্যারি লিবার চরিত্রটির উন্নতি করেন এবং ডন হেক ও জ্যাক কিরবি এর রূপরেখা দান করেন। মুভিতে আয়রনম্যান চরিত্রে অনবদ্য রবার্ট ডাউনি জুনিয়র।

 

অ্যাকোয়াম্যান

জেসন মোমোয়া। তিনি অ্যাকোয়াম্যান চরিত্রে অভিনয় করেছেন। মহাসাগরের শক্তি হরণ করার ক্ষমতাসহ সুপারহিরো অ্যাকোয়াম্যানের ভূমিকায় রয়েছেন তিনি।

 

ভেনম

ভেনম মার্কিন অতিমানব চলচ্চিত্র। চলচ্চিত্রটি মূলত মার্ভেল কমিকসের ‘ভেনম’ চরিত্রের ওপর ভিত্তি করে নির্মিত। প্রযোজনা প্রতিষ্ঠান কলাম্বিয়া পিকচারস।

 

ক্যাপ্টেন মার্ভেল

‘ক্যাপ্টেন মার্ভেল’। আন্নাবোডেন ও রায়ান ম্যাককিনারের যৌথ পরিচালনায় ছবিটি নির্মিত। অস্কারজয়ী অভিনেত্রী ব্রি লার্সনকে পর্দায় দেখা যায়।

 

অ্যাভেঞ্জার্স

২০১২ সালে অ্যাভেঞ্জার্স সিরিজের প্রথম ছবি মুক্তি পাওয়ার পর থেকে সাই-ফাই ঘরানার দর্শকের কাছে তুমুল জনপ্রিয় এ সিরিজ। মুক্তি পায় অ্যাভেঞ্জার্স এজ অব আলট্রন, অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ার, ‘অ্যাভেঞ্জার্স ফোর : অ্যান্ড গেম’।

 

এক্স-ম্যান

সুপারহিরোদের ছবি এক্স-ম্যান। এক্স-ম্যান : ‘ডার্ক ফিনিক্স’ সিরিজের পর ‘দ্য নিউ মিউটেন্টস’ নামের অন্য ছবিটি মুক্তি পায়। এই ছবিতে মূল চরিত্রে অভিনয় করেছেন হিউ জ্যাকম্যান।

 

ব্ল্যাক প্যান্থার

মার্ভেলের ব্ল্যাক প্যান্থার। চ্যাডউইক বোসম্যান অভিনীত এবং রায়ান কোগলারের পরিচালনায় সিনেমাটিতে মাইকেল বি জর্দান, লুপিট, মার্টিন ফ্রিম্যান এবং অ্যাঞ্জেলা বাসেট অভিনয় করেছেন।

 

ক্যাপ্টেন আমেরিকা

ক্রিস ইভানস। স্বনামে যাঁরা তাঁকে চেনেন না, তাঁরা ‘ক্যাপ্টেন আমেরিকা’ হিসেবে অন্তত তাঁকে চিনবেন। ‘ক্যাপ্টেন আমেরিকা’ বা স্টিভ রজার্স চরিত্রে ক্রিস ছাড়া অন্য কাউকে মেনে নেওয়া ভক্তদের জন্য অসম্ভব।

 

ডেডপুল

ডেডপুল একটি দুর্দান্ত হিট মুভি। রায়ান রেনল্ডস স্টারার বিশ্বব্যাপী মিলিয়ন মিলিয়ন ডলার আয় করেছেন। এটির সিক্যুয়ালও হয়েছে।

 

অ্যান্ট-ম্যান

অ্যান্ট-ম্যান মার্ভেলের জনপ্রিয় মুভির মধ্যে অন্যতম।

সর্বশেষ খবর