বুধবার, ২৩ মার্চ, ২০২২ ০০:০০ টা

আজ ‘লালজমিন’-এর ৩০০তম মঞ্চায়ন

শোবিজ প্রতিবেদক

আজ ‘লালজমিন’-এর ৩০০তম মঞ্চায়ন

পরোপারে চলে গেছেন দেশের অন্যতম নাট্যকার মান্নান হীরা, রেখে গেছেন তাঁর অনবদ্য সৃষ্টি। যেগুলো আমাদের বারবার স্মরণ করিয়ে দেয় তাঁর কথা। মান্নান হীরা রচিত তেমনই এক নাটক ‘লালজমিন’। আজ  সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে নীলিমা ইব্রাহীম মিলনায়তনে (মহিলা সমিতি, বেইলি রোড) শুন্যন রেপার্টরি থিয়েটারের প্রযোজনা বহুল প্রশংসিত এই নাটকটির ৩০০তম মঞ্চায়ন হতে যাচ্ছে। সুদীপ চক্রবর্তী নির্দেশিত ‘লালজমিন’ নাটকটিতে একক অভিনয় করেন মোমেনা চৌধুরী। মোমেনা চৌধুরী বলেন, ‘লালজমিনের ৩০০তম মঞ্চায়ন ভাবতেই শিহরিত হচ্ছি,  একজনমে একটি নাটক নিয়ে বাংলার ৬৪টি জেলায় যাওয়া অজস্র মানুষের ভালোবাসা পাওয়া এ আমাদের অনেক বড় প্রাপ্তি। ৩৮ বছরের থিয়েটার জীবনে নানা প্রতিকূল অনুকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমার  আজকের এই অর্জন। তবে এই অর্জনের পেছনে অনেকের ভূমিকা রয়েছে। আজ বারবার মনে পড়ছে এই নাটকের রচয়িতা মান্নান হীরা ভাইয়ের কথা। লালজমিন নাটকে আমি একা অভিনয় করলেও এ যাবৎ অনেকে পেছনে থেকে কাজ করে আমাকে সহযোগিতা করে আসছেন। আজ এই আনন্দের দিনে নাটকটি মঞ্চায়নের আগে নেপথ্যের মানুষগুলোকে সম্মাননা জানানোর আয়োজন করেছি।’

সর্বশেষ খবর