বুধবার, ১১ মে, ২০২২ ০০:০০ টা

‘ম্যাজিক বাউলিয়ানা’র চতুর্থ আসর শুরু

শোবিজ প্রতিবেদক

‘ম্যাজিক বাউলিয়ানা’র চতুর্থ আসর শুরু

বিশ্বমঞ্চে বাংলা লোকগানের চিরন্তন আবেদনকে পরিচয় করানোর উদ্দেশ্যে চতুর্থবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা-২০২২’। সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ওরাল কেয়ার ব্র্যান্ড ম্যাজিকের পৃষ্ঠপোষকতায় মাছরাঙা টিভিতে বাংলা লোকসংগীতের নতুন প্রতিভা অন্বেষণের এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে গতকাল রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং মাছরাঙা টেলিভিশন ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের হেড অব অপারেশনস মালিক মো. সাঈদ, লোকশিল্পী শফি মন্ডল, শাহানাজ বেলী, আরিফ দেওয়ান, কুদ্দুস বয়াতি, খৈয়াম শানু সন্ধি, লাবিক কামাল, জিনাত শানু স্বাগতা প্রমুখ। অনুষ্ঠান শেষে ম্যাজিক বাউলিয়ানা ২০২২ এর অফিশিয়াল লোগো উন্মোচন করা হয়। এই আয়োজনের বিচারক হিসেবে থাকবেন শফি মন্ডল, শাহানাজ বেলী, আরিফ দেওয়ান। অন্যদিকে মূল পর্বে উপস্থাপনার দায়িত্বে থাকবেন সংগীত জগতের পরিচিত দুই ভাইবোন সন্ধি ও স্বাগতা। এবার শুধু দেশে নয়, দেশের বাইরে থেকে যে কেউ বাংলায় বাউল গান গেয়ে অংশ নিতে পারবেন। রেজিস্ট্রেশন চলবে ২৬ মে পর্যন্ত। অডিশন রাউন্ড চলবে দেশের ৭টি অঞ্চলে। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত আসরের গাওয়া ১১০টি বাউল গান শুদ্ধরূপে সংকলন করে একটি বই প্রকাশ হবে। অন্যদিকে ৩৫ জন গুণী বাউল শিল্পীর জীবনী এবং জনপ্রিয় আটটি বাদ্যযন্ত্র নিয়ে তৈরি ভিডিও প্রকাশ করার উদ্যোগ নেওয়া হয়েছে। 

সর্বশেষ খবর