শুক্রবার, ২০ মে, ২০২২ ০০:০০ টা

সফোক্লিসের ‘ইডিপাস’

শোবিজ প্রতিবেদক

সফোক্লিসের ‘ইডিপাস’

আজ সন্ধ্যা ৭টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে তির্যক নাট্যদলের নাটক প্রাচীন গ্রিক ট্র্যাজেডি সফোক্লিসের ‘ইডিপাস’ নাটকটি পরিবেশিত হবে। তির্যক নাট্যদল প্রযোজনা আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত ‘ইডিপাস’ নাটকের ১৫১টি প্রদর্শনী সম্পন্ন হয়েছে। ট্র্যাজেডি মানবজীবনের এক শোচনীয় দুর্ভাগ্যের কাহিনী, জীবনের বিপন্নতার এক মর্মান্তিক ইতিবৃত্ত। মানুষের অপরিসীম হতাশা আর অসহায়ত্ব চিত্রিত হয়েছে। এরকম অব্যক্ত চিত্ত দহনের ছবি পৃথিবীর অন্য ভাষার সাহিত্যে আগে দেখা যায়নি। গ্রিক ট্র্যাজেডির অন্যতম শ্রেষ্ঠ কাহিনী ‘ইডিপাস’-যেখানে জীবন একই সঙ্গে নিষ্ঠুর এবং মহিমান্বিত। ভাগ্যহত ইডিপাস, বিপর্যস্ত জীবনের মধ্যে তার বিধাতাকে প্রত্যক্ষ করেছেন, যে বিধাতা ভয়ঙ্কর। সত্যান্বেষণের পাশাপাশি অনিশ্চয়তার বিপুল তরঙ্গে ভেসে চলেন ইডিপাস তৃণখন্ডের মতো।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর