বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২ ০০:০০ টা

১৫ বছর পর আবার ‘চিরকুমার সংঘ’

শোবিজ প্রতিবেদক

১৫ বছর পর আবার ‘চিরকুমার সংঘ’

প্রায় ১৫ বছর আগে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বানিয়েছিলেন ‘চিরকুমার সংঘ’। নাম, প্রেমবঞ্চিত একটি কলোনির যুবকদের মজার কাহিনির কারণে নাটকটি তখন ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। সেই সময় নাটকটির লক্ষাধিক কপি সিডিও বিক্রি হয়েছিল। প্রায় ১৫ বছর পর আবারও চিরকুমার সংঘ নির্মাণ করলেন দেনমোহর, গ্র্যাজুয়েট, মাইকের মতো জনপ্রিয় সব নাটকের পরিচালক মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তাঁর রচনা ও পরিচালনায় এবারের চিরকুমার সংঘে অভিনয় করেছেন সামিরা খান মাহী, হাসান মাসুদ, সিদ্দিকুর রহমান, জামিল হোসাইন, কচি খন্দকার, সোহেল খান প্রমুখ। এ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘এটি মূলত একটি ফান কনটেন্ট হবে। সিরিয়াস হওয়ার মতো কিছু থাকবে না। তবে দর্শক মজা পেতে পারেন।’ ঈদুল আজহায় ‘চিরকুমার সংঘ সংস্করণ-২০২২’ দেখা যাবে বাংলাভিশন ও ‘সিনেমাওয়ালা’র ইউটিউবে।

সর্বশেষ খবর