শনিবার, ২ জুলাই, ২০২২ ০০:০০ টা

শাবানার উদ্বেগ

শোবিজ প্রতিবেদক

শাবানার উদ্বেগ

‘ঈদুল আজহার পরপরই দেশে আসার পরিকল্পনা করেছিলাম। কিন্তু আবারও করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার খবরে আমি উদ্বিগ্ন। তাহলে এবারও কী দেশে আসতে পারব না।’ এমনই বিষণ্নতা নিয়ে উদ্বেগের কথা জানালেন ঢালিউডের বিউটিকুইন-খ্যাত বিশিষ্ট অভিনেত্রী শাবানা। তিনি ১৯৯৯ সাল থেকে যুক্তরাষ্ট্রপ্রবাসী। প্রায় প্রতি বছর একবার করে হলেও দেশে আসেন। ২০১৯ সালের নভেম্বরে সর্বশেষ দেশে আসেন এবং ২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে ফিরে যান। কথা ছিল ওই বছরের শেষ দিকে আবার দেশে ফিরবেন।

 কিন্তু ২০২০ সালের মার্চে দেশে করোনা সংক্রমণ শুরু হলে আর ফিরতে পারেননি তিনি। মধ্যে কয়েকবার আসতে চেয়েও পারেননি। শাবানা বলেন, আসলে সচেতনতার অভাবেই বারবার আমরা দুর্ভোগে পড়ছি। এই মহামারি মোকাবিলায় যেখানে প্রথমত মাস্ক পরার বিকল্প নেই, সেখানে এখন বলতে গেলে কারও মধ্যে এই নিয়ম মানার বালাই নেই। খাবারের মধ্যেও ভেজাল, আমরা যেটা খেয়ে বাঁচব তাতে কেন ফরমালিন বা ভেজাল দিতে হবে।  ইচ্ছা আছে দেশে ফিরে সচেতনতামূলক ক্যাম্পেইনের আয়োজন করব।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর