কত্থক, ভরত নাট্যম, ওড়িশি এবং রাবীন্দ্রিক নৃত্যে পারদর্শী মার্জিয়া স্মৃতি। বাংলা সংস্কৃতির বিকাশে কাজ করে যাচ্ছেন আমেরিকার মূল মঞ্চে। তিনি এবার বাংলাদেশের মঞ্চে একক নৃত্য পরিবেশন করবেন। শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা অডিটোরিয়ামে ‘কালারস অব রিদম’ মার্জিয়া নৃত্যসন্ধ্যা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানটির পরিকল্পনা, পরিচালনা এবং কোরিওগ্রাফির দায়িত্বেও থাকছেন মার্জিয়া স্মৃতি নিজেই। সোমবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাগরিক নাট্যাঙ্গন অনসাম্বলের ড. চঞ্চল সৈকত, সৃষ্টি কালচারাল সেন্টারের পরিচালক আনিসুল ইসলাম হিরু, রওশন ঝুনু এবং বাফা (যুক্তরাজ্যে) ফাউন্ডার ফরিদা ইয়াসমিন। শনিবার অনুষ্ঠানে নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার, প্রশিক্ষক ও বাফা, যুক্তরাজ্যের নির্বাহী পরিচালক মার্জিয়া স্মৃতি ছাড়াও সৃষ্টি কালচারাল সেন্টারের নৃত্যশিল্পীবৃন্দ নৃত্য পরিবেশন করবেন।