শাহরুখের রাগের কথা কারও অজানা নয়। তার এই রাগ যেন জীবনে ক্ষতির কারণ হয়ে না উঠে সে বিষয়ে শাহরুখকে সাবধান করেছিলেন বলিউডের অভিভাবক অমিতাভ বচ্চন। তিনি বলেছিলেন, ‘রাগ কমাও! নয়তো সবাই বলবে পয়সা তোমার মাথায় উঠে গেছে। এক বিন্দুও দোষারোপ করতে ছাড়বে না কেউই।’ অমিতাভ বচ্চন যেন বলিউডের অঘোষিত অভিভাবক। তাই তার কথা শোনেন সবাই, তার আদেশ-উপদেশ মাথা পেতে নেন অন্য তারকারাও। সুপারস্টার শাহরুখ খানও অমিতাভ বচ্চনের উপদেশ গ্রহণ করে তা মেনে চলছেন আজও। শাহরুখ আদতে বেশ মজার মানুষ হলেও মাঝে-মধ্যেই নিজেই খেই হারিয়ে ফেলেন। তাকে রেগে যেতেও দেখা গেছে অনেকবার। শাহরুখ খানের এ বিষয়টি নিয়েই উপদেশ দিয়েছিলেন অমিতাভ। বলেছিলেন, ‘একজন সুপারস্টারের জীবনে কিছু ভুল হয়। তাই যখনই এ রকম কিছু হবে শুধু হাতজোড় করে ক্ষমা চেয়ে নিও।’