ভারতের অভিনেত্রী ও সংসদ সদস্য নুসরাত জাহানের মাতৃত্বের খবর এখন আর কারও অজানা নয়। তিনি ব্যক্তিজীবন কিংবা অভিনয় সব নিয়েই আলোচনায় থাকেন সব সময়। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব জন্মাষ্টমী। এ দিনটি কৃষ্ণের জন্মদিন হিসেবে উদযাপিত হয়। বৃহস্পতিবার পালিত হয়েছে উৎসবটি। এ দিন হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে আনন্দচিত্তে পূজা দিয়েছেন টলিউডের জনপ্রিয় নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহান। পশ্চিমবঙ্গের বসিরহাটের লোকসভার সংসদ সদস্য নুসরাত। তাই সেখানকার বিভিন্ন আয়োজনে হাজির হয়েছিলেন তিনি। জন্মাষ্টমীর দিন কচুয়া লোকনাথ ধামে গিয়েছিলেন অভিনেত্রী। এরপর লোকনাথ মূর্তির মাথায় জল ঢেলে পূজা দেন। জন্মাষ্টমীতে লক্ষাধিক ভক্তের আগমন ঘটেছে লোকনাথ ধামে। তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তা তদারক করার জন্যই নুসরাত সেখানে গিয়েছিলেন। শুধু পূজা নয়, ভোগ রান্নায়ও হাত লাগিয়েছেন অভিনেত্রী। এরপর তা নিজ হাতে ভক্তদের হাতেও তুলে দেন। এ প্রসঙ্গে নুসরাত বলেন, তাঁর কাছে মানবধর্মই আসল ধর্ম। সবার সঙ্গে আনন্দ নিয়ে পূজা দেওয়া, ভোগ রান্না করা তাঁর জন্য সৌভাগ্যের বলে মনে করেন অভিনেত্রী।