শনিবার, ১০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা
আশা ভোঁসলে

রাঁধুনী হতে চেয়েছিলেন

শোবিজ ডেস্ক

রাঁধুনী হতে চেয়েছিলেন

ভারতীয় প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে। তিনি কেবল একজন গায়িকাই নন, ভালো রাঁধুনীও বটে। তাঁর হাতে এমনই জাদু রয়েছে যে, যিনি একবার সেই খাবার খান তা কখনো ভুলতে পারেন না। তিনি নিজেই জানান, গায়িকা না হলে নিশ্চিতভাবে রাঁধুনী (শেফ) হতেন। এই গায়িকা একটি চেইন রেস্তোরাঁর মালিক। দুবাই ও কুয়েতে ‘আশা’স নামে রেস্তোরাঁ রয়েছে। এ ছাড়া আবুধাবি, দোহা, বাহরাইনেও রেস্তোরাঁ রয়েছে তাঁর। এই রেস্তোরাঁয় ভারতীয় খাবার পরিবেশন করা হয়। আর সেখানকার শেফদের স্বাদ ও সুবাসের জন্য গায়িকা নিজে প্রশিক্ষণ দেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাবুর্চি রাসেল স্কট যুক্তরাজ্যের জন্য আশা ব্র্যান্ডের স্বত্ব কিনেছেন। আর এর অধীনে ‘আশা’ নামে প্রায় ৪০টি রেস্তোরাঁ চালুর পরিকল্পনা রয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর