শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

রোহিঙ্গাদের সুখ-দুঃখ নিয়ে চলচ্চিত্র

শোবিজ প্রতিবেদক

রোহিঙ্গাদের সুখ-দুঃখ নিয়ে চলচ্চিত্র

রোহিঙ্গা শরণার্থীদের যাপিত জীবনের হাসি-কান্না, সুখ-দুঃখ নিয়ে সৈয়দ অহিদুজ্জামান ডায়মন্ড নির্মাণ করেছেন চলচ্চিত্র ‘রোহিঙ্গা’। চলচ্চিত্রটি মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর। নির্মাতা জানান, মুক্তির আগে আজ ৩০ সেপ্টেম্বর ছবিটির ট্রেইলার প্রকাশ হবে। এফডিসি চত্বরে এই ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এরপর ছবিটি নিয়ে ১৫ অক্টোবর স্টামফোর্ড ইউনিভার্সিটিতে ‘রোহিঙ্গা নির্মাণের প্রেক্ষাপট ও গল্পকথন’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকছেন সৈয়দ মঞ্জুরুল ইসলাম, বিশেষ অতিথি থাকবেন এই ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত ভিসি ড. ইউনুস মিয়া ও এফডিসির এম ডি নুজহাত ইয়াসমিন। ‘রোহিঙ্গা’ চলচ্চিত্রটি পরিচালনা, চিত্রনাট্য ও সংলাপ নির্মাতা ডায়মন্ডের। প্রযোজনা করেছেন শবনম শেহনাজ চৌধুরী। এতে অভিনয় করেছেন আরশি হোসেন, ওমর, জান্নাত সূচী, সাদ্দাম প্রমুখ।

সর্বশেষ খবর