মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

৪ ছবি নির্মাণ করবে স্টার সিনেপ্লেক্স

শোবিজ প্রতিবেদক

৪ ছবি নির্মাণ করবে স্টার সিনেপ্লেক্স

‘ন ডরাই’ ছবির কথা সবারই জানা। সার্ফিং নিয়ে দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এটি। যা দর্শক মুগ্ধতা পেরিয়ে জিতে নেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ছয়টি শ্রেষ্ঠত্বের স্বীকৃতি। ২০১৮-১৯ সালে ছবিটি নির্মাণ করেছে দেশের প্রথম মাল্টিপ্লেক্স প্রতিষ্ঠান স্টার মাল্টিপ্লেক্স। প্রশংসিত প্রদর্শনের ১৮ বছর অতিক্রম করে শনিবার সন্ধ্যায় দারুণ খবর দিল দেশের সবচেয়ে বড় এই মাল্টিপ্লেক্স চেইন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি একসঙ্গে চারটি ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছে। শনিবার সন্ধ্যায় এসকেএস টাওয়ার (মহাখালী) শাখায় আয়োজিত বর্ণাঢ্য জন্মোৎসবে এমন ঘোষণা দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মাহবুব রহমান। তিনি বলেন, বাংলা সিনেমায় এখন নতুন হাওয়া বইছে। এতে আমরা খুবই আনন্দিত। সেই আনন্দের রেশ ধরে এই শুভদিনে আমরা চারটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছি। স্ক্রিপ্ট চলছে। আশা করছি, আসছে বছরে অন্তত তিনটি সিনেমা আমরা আপনাদের উপহার দিতে পারব।

 

সর্বশেষ খবর