সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

কোরিয়ায় এশিয়া নৃত্য সম্মেলনে হিরু

শোবিজ প্রতিবেদক

কোরিয়ায় এশিয়া নৃত্য সম্মেলনে হিরু

জনপ্রিয় নৃত্যশিল্পী ও নির্দেশক আনিসুল ইসলাম হিরু। ‘সৃষ্টি কালচারাল সেন্টার’-এর প্রতিষ্ঠাতা এই নৃত্যগুরু সম্প্রতি এশিয়া কালচারাল সেন্টার, গুয়াংজু সাউথ কোরিয়ায় গিয়েছিলেন। এ বিষয়ে তিনি জানান, ‘আমি সেখানে গিয়েছিলাম প্যান্ডামিক সময় নাচের ওপর বাংলাদেশের সার্বিক অবস্থা উপস্থাপন করার জন্য। আমাকে আমন্ত্রণ জানিয়েছিল তারা। আর ২০২৩ সালে এশীয় নৃত্য নিয়ে আর কী কী করা যায় তার পরিকল্পনা করার জন্যও বলেছে। এ মাসের ১৩ ও ১৪ অক্টোবর সম্মেলন হয়। কোরিয়া সরকার আর স্পোর্টস ও কালচারাল বিভাগ সব স্পন্সর করেছে। নৃত্য ব্যক্তিত্ব লায়লা হাসান আমাকে মনোনীত করে সেখানে পাঠিয়েছিলেন। এখানে প্রতি দেশ থেকে একজন করে এসেছিল। বাংলাদেশ ছাড়াও মালয়েশিয়া, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, কম্বোডিয়া, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, ব্রুনাই, থাইল্যান্ডসহ অনেক দেশের প্রতিনিধি এসেছিল। সবমিলিয়ে ভালো একটি অভিজ্ঞতাই হয়েছে।’

 

সর্বশেষ খবর