সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ফিল্ম আর্কাইভে সহস্রাধিক ছবি ও যন্ত্রপাতি

শোবিজ প্রতিবেদক

ফিল্ম আর্কাইভে সহস্রাধিক ছবি ও যন্ত্রপাতি

চলচ্চিত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু বলেছেন, বর্তমান প্রজন্মের জন্য অতীতের সমৃদ্ধ চলচ্চিত্রগুলো সংরক্ষণ করা খুবই প্রয়োজন। কারণ সেসব চলচ্চিত্র আগামী দিনের জন্য শিক্ষণীয় হয়ে থাকবে। সম্প্রতি বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র চলচ্চিত্র সাংবাদিক আলাউদ্দীন মাজিদ ও ফ্রিল্যান্স সাংবাদিক এবং রন্ধনশিল্পী সোনিয়া রহমান তাদের ব্যক্তিগত সংগ্রহে থাকা দেশি, বিদেশি মোট ১৬১৩টি চলচ্চিত্রের ডিভিডি, সিডি, ভিসিডি ও ডিভিডি প্লেয়ার চারটি, ভিসিআর প্লেয়ার দুটি ও একটি ড্যাট সংরক্ষণের জন্য আর্কাইভের মহাপরিচালক মো. নাজমুল কবীরের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন নাসিরউদ্দীন ইউসুফ বাচ্চু ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভের পরিচালক ড. মোফাকখারুল ইকবাল। ঢাকায় নির্মিত অসংখ্য চলচ্চিত্রের ৩৫ মি.মি প্রিন্টের কপি না থাকলেও বিভিন্ন চলচ্চিত্র অনুরাগীদের ব্যক্তিগত সংগ্রহে ডিভিডি ও ভিসিডি ফরমেটে অনেক চলচ্চিত্র রয়েছে। আর্কাইভের ফিল্ম অফিসার মো. ফখরুল আলম সোহাগ তা সংরক্ষণের জন্য সংগ্রহ অব্যাহত রেখেছেন।

 

সর্বশেষ খবর