সোমবার, ২৪ অক্টোবর, ২০২২ ০০:০০ টা

ফরিদা পারভীনের অভিযোগ

শোবিজ প্রতিবেদক

বাংলার বহু লোকসংগীত সাধকের গান সাধক লালন সাঁইজির গান বলে চালিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন লোকসংগীত শিল্পী ফরিদা পারভীন। সম্প্রতি শিল্পকলা একাডেমিতে এক প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ বাউল ও লোকশিল্পী সংস্থা আয়োজিত কর্মশালার উদ্বোধনীতে তিনি এ মন্তব্য করেন। ফরিদা পারভীন বলেন, অনেক গান লালন সাঁইজির বলে চালিয়ে দেওয়ার যে অভিযোগ রয়েছে তা ১০০ ভাগ সত্যি। দুদ্দু শাহ, পান্থ শাহদের আমলে এমন অনেক মরমি কবি ছিলেন যারা লালনের গান নিজেদের বলে চালিয়ে দিয়েছেন। এখন আমাদের বের করতে হবে কোনটি লালনের সঠিক গান। আমরা সেক্ষেত্রে উপেন্দ্র ভট্টাচার্যের ‘বাংলার বাউল’ ও মনির উদ্দিন শাহের যে লালনগীতি সংকলন রয়েছে, সেটিকে রেফারেন্স হিসেবে নিতে পারি।’

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর