মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২ ০০:০০ টা

থাকছে ঢাকার ছবি ‘হাওয়া’

কলকাতা চলচ্চিত্র উৎসব

 শোবিজ ডেস্ক

থাকছে ঢাকার ছবি ‘হাওয়া’

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তারকার সমাহার

২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের  উদ্বোধন হয়েছে শনিবার। ফুটবল বিশ্বকাপের আবহে উৎসবেও লাগছে খেলাধুলার ছোঁয়া। অন্যান্য বছরের নিয়মিত বিভাগগুলোর সঙ্গে এই প্রথম উৎসবে জুড়েছে ‘খেলা’। উৎসবে প্রদর্শিত হবে ‘স্পোর্টস ফিল্ম’। ‘গেম অন’ শীর্ষক বিভাগে দেখানো হবে ‘৮৩’, ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’, ‘চক দে ইন্ডিয়া’, ‘দঙ্গল’, ‘ভাগ মিলখা ভাগ’, ‘মেরি কম’ এবং ‘কোনি’। শনিবার শিশির মঞ্চে সাংবাদিক বেঠক ডেকেছিলেন উৎসব কর্তৃপক্ষ। উৎসব সম্পর্কিত আরও কিছু খুঁটিনাটি প্রকাশ্যে এনেছেন তারা। সেখানে হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, বীরবাহা হাসদা, উৎসব কমিটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রু´িণী মৈত্র প্রমুখ। ইন্দ্রনীল বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ব্যস্ত থাকলেও প্রতিনিয়ত উৎসবের খোঁজখবর নেন। করোনাকালেও চলচ্চিত্র উৎসব করে বুঝিয়ে দিয়েছেন তিনি সিনেমা কতটা পছন্দ করেন।’ এবারের উৎসবে অমিতাভ বচ্চনের ‘ক্যারিয়ার’কে উদযাপন করা হবে। তাই থাকছে তাঁর ছবির ‘রেট্রোস্পেকটিভ’। এ ছাড়াও গগনেন্দ্র প্রদর্শনশালা এবং নজরুল তীর্থে থাকছে ‘অমিতাভ বচ্চন : আ লিভিং লিজেন্ড’ শীর্ষক প্রদর্শনী। উৎসবে বিশেষ প্রদর্শন বিভাগে থাকছে বাংলাদেশে সাড়া জাগানো ছবি ‘হাওয়া’। উৎসবে জায়গা করে নিয়েছে পাকিস্তানের বিতর্কিত এবং সে দেশের অস্কার এন্ট্রি ছবি ‘জয়ল্যান্ড’। ‘হোমেজ’ বিভাগে প্রদর্শিত হবে জ্যঁ লুক গোদারের চারটি ছবি। এবারের উৎসবে ৪২টি দেশের ১৮৩টি ছবি প্রদর্শিত হবে। ১৫ থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত চলবে উৎসব।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর