মঙ্গলবার, ৩ জানুয়ারি, ২০২৩ ০০:০০ টা
বলিউড দক্ষিণী

নতুন বছরের সিনেমা

নতুন বছরের সিনেমা

বলিউডের জন্য গত বছরটি দুঃস্বপ্নের হলেও দক্ষিণী সিনেমার দাপট ছিল উল্লেখযোগ্য। তবে নতুন বছরে সব ব্যর্থতাকে পেছনে ফেলে বলিউড ফিরছে দক্ষিণী সিনেমার পথ ধরে নতুন উদ্যমে। প্রতিবেদনে - পান্থ আফজাল

 

হ্যাটট্রিকের মেজাজে কিং খান

শাহরুখ খান চার বছর বিরতির পর এ বছর ব্যাক টু ব্যাক তিনটি চলচ্চিত্র নিয়ে ফিরছেন বড় পর্দায়। জানুয়ারি মাসের ২৫ তারিখ মুক্তি পাচ্ছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত স্পাই থ্রিলার ফিল্ম ‘পাঠান’, জুনেই আসছে অ্যাটলি কুমারের ছবি ‘জওয়ান’। বছরের শেষ সপ্তাহে মুক্তি পাবে রাজকুমার হিরানি-শাহরুখ খান জুটির প্রথম ছবি ‘ডানকি’। যার ফলে তাঁর ওপরে প্রায় ৫০০ কোটি টাকা লগ্নি করার সাহসী পদক্ষেপ নিচ্ছেন চলচ্চিত্র নির্মাতারা। পাঠান সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন, জন আবরাহাম, ইমরান হাশমিসহ অন্যরা। এরই মধ্যে এ সিনেমার প্রকাশিত দুটি গান দর্শকের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ। বলিউড বাদশাহর আরও একটি প্রতীক্ষিত সিনেমা ‘জওয়ান’। শাহরুখের ক্যারিয়ারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা হতে যাচ্ছে এটি। এ বছরের ২ জুন মুক্তি পাবে ‘জওয়ান’। এটিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে কিং খানকে। আরও রয়েছেন সানায়া মালহোত্রা, সুনীল গ্রোভর, নয়নতারা ও প্রিয়মণি। ডানকি ২০২৩ সালের শেষ সিনেমা শাহরুখ খানের, যা ২৩ ডিসেম্বর মুক্তি পাবে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তাপসী পান্নু।

 

সালমানের ডবল ধামাকা

‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘টাইগার থ্রি’ দিয়ে প্রথমবারের মতো স্পাই ইউনিভার্সের পাঠান ও টাইগারের মধ্যে ক্রসওভার করতে যাচ্ছেন প্রযোজক আদিত্য চোপড়া। ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাবে ‘টাইগার থ্রি’। মুক্তির অপেক্ষায় আছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ নামে সালমানের আরও একটি তারকাবহুল সিনেমা। ফরহাদ সামজি পরিচালিত এ সিনেমাটি ঈদে মুক্তি পাবে ।

 

প্রভাস-সাইফ-কৃতির আদি পুরুষ

প্যান ইন্ডিয়ান সুপারস্টার প্রভাস অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘আদি পুরুষ’। সিনেমাটির মুক্তি পাওয়ার কথা ছিল ১২ জানুয়ারি। কিন্তু টিজার প্রকাশের পর এর ভিএফএক্স নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পিছিয়ে গেছে মুক্তি। সবকিছু ঠিক থাকলে এ বছরের জুনে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। মহাকাব্যিক উপন্যাস রামায়ণের ওপর ভিত্তি করে নির্মিত এ সিনেমায় আরও অভিনয় করছেন সাইফ আলী খান ও কৃতি শ্যানন।

 

রণবীর-আলিয়াকে নিয়ে করণ 

রোম্যান্টিক সিনেমা ‘রকি অর রানি কি প্রেম কাহিনি’ দিয়ে সাত বছর পর পরিচালক হিসেবে ফিরছেন করণ জোহর। জুটি হয়ে হাজির হচ্ছেন রণবীর সিং ও আলিয়া ভাটও। ২৮ এপ্রিল মুক্তি পাবে সিনেমাটি।

 

ভিকির ‘স্যাম বাহাদুর’

‘স্যাম বাহাদুর’ দিয়ে আবারও পরিচালকের আসনে মেঘনা গুলজার। ভারতের অন্যতম সেরা যুদ্ধনায়ক স্যাম মানেকশর জীবনী নিয়ে নির্মিত এ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। পয়লা ডিসেম্বর সিনেমাটির মুক্তি পাবে।

 

ফিরছেন রণবীর কাপুর

‘শামশেরা’ ও ‘ব্রহ্মাস্ত্র’র পর আবারও অ্যাকশন সিনেমায় ফিরছেন বলিউড তারকা রণবীর কাপুর। পরিচালনা করছেন ‘অর্জুন রেড্ডি’খ্যাত নির্মাতা সন্দ্বীপ রেড্ডি। এটি প্যান ইন্ডিয়ান সিনেমা। নাম ‘অ্যানিমেল’। মুক্তি পাবে ১১ আগস্ট।

 

‘শেহজাদা’ কার্তিক

বলিউডের নতুন প্রজন্মের তারকা কার্তিক আরিয়ানকে নিয়ে রোহিত ধাওয়ান পরিচালিত ‘শেহজাদা’ মুক্তি পাচ্ছে ফেব্রুয়ারিতে। কার্তিক অভিনীত ‘ভুল ভুলাইয়া ২’র সাফল্যের পর তাঁকে নিয়ে সবার আগ্রহ আকাশচুম্বী। তাই ‘শেহজাদা’ দিয়ে বক্স অফিসে নিজের অবস্থান আরও শক্তিশালী করতে যাচ্ছেন কার্তিক।

 

প্রভাস-শ্রুতির ‘সালার’

কেজিএফখ্যাত নির্মাতা প্রশান্ত নীলের নতুন ছবি ২৮ সেপ্টেম্বর মুক্তি পাবে। আছেন প্রভাস, পৃথ্বীরাজ, শ্রুতি হাসান প্রমুখ।

 

কমল হাসানের ‘ইন্ডিয়ানা টু’

গত বছর ঝড় তুলেছিলেন বিক্রম দিয়ে। এবার কমল হাসান রাজত্ব করতে পারেন ব্যাপক ব্যবসাসফল ছবিটির সিক্যুয়েল দিয়ে।

 

মণিরত্নমের ‘পোন্নিইন সেলভান : পার্ট টু’

গত বছর ৫০০ কোটি রুপি ব্যবসা করেছে মণিরত্নমের সিনেমাটি। দ্বিতীয় পর্বও বাজিমাত করতে পারে।

 

পুষ্পার সিক্যুয়াল নিয়ে ফের আল্লু অর্জুন

এটিকে বছরের সবচেয়ে প্রতীক্ষিত সিনেমা বললেও ভুল বলা হয় না। শুটিং শুরু হয়েছে। সুকুমার পরিচালিত এই সিক্যুয়েলটিতে কেন্দ্রীয় চরিত্রে ফের দেখা যাবে আল্লু অর্জুনকে। পাশাপাশি থাকবেন ফাহাদ ফজিল এবং রশ্মিকা মন্দানা। এ ছাড়াও পার্শ্ব চরিত্রে অভিনয় করবেন জগদীশ প্রতাপ বান্দারি, সুনীল, রাও রমেশ, ধনঞ্জয়া, অনসূয়া ভরদ্বাজ, অজয়।

 

রজনীকান্ত-ঐশ্বরিয়ার ‘জেলার’

এখনো রজনীকান্ত মানেই যেন বক্স অফিসের হিসাব-নিকাশ বদলে যাওয়া। নেলসন দীলিপ কুমার পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, তৃষা কৃষ্ণান। এটি আসছে ১৪ এপ্রিল। 

 

১০ বছর পর রাজ-ডিকে

১০ বছর পর হরর কমেডিটির সিক্যুয়েল নিয়ে হাজির হবেন আলোচিত পরিচালক জুটি রাজ ও ডিকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর