বুধবার, ১ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ফারুকীর উদাত্ত আহ্বান

শোবিজ প্রতিবেদক

ফারুকীর উদাত্ত আহ্বান

দ্রুত ‘শনিবার বিকেল’ সিনেমা মুক্তির ব্যবস্থা করার উদাত্ত আহ্বান জানিয়েছেন চিত্রনির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার ফেসবুক ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাসে এই আহহ্বান জানান তিনি। স্ট্যাটাসে বলেন, ‘সেন্সর বোর্ডের প্রিয় ভাইবোনেরা, আমরা এখনো আপনাদের চিঠির অপেক্ষায়। আর দেরি না করে চিঠিটা তাড়াতাড়ি পাঠান। আমরা বাংলাদেশকে আর বিব্রতকর অবস্থায় না ফেলি।’ তিনি আরও বলেন, ‘ওদিকে ফারাজ রিলিজ হচ্ছে ৩ ফেব্রুয়ারি। বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে শনিবার বিকেল মুক্তির দিকে, ফারাজের সঙ্গে একই দিন বা এক ঘণ্টা আগে হলেও। সুতরাং এটা দ্রুত সমাধান করেন। আমরা হাসিমুখে সিনেমাটা রিলিজ করি। সবশেষ তিনি বলেন, ‘আরেকটা কথা যেটা বারবারই বলছি, সরকারের ভাবমূর্তি ক্ষুণœ করার জন্য অমানুষিক পরিশ্রম করে কারও সিনেমা বানানোর দরকার নেই। দেশের বাইরে যে কোনো দেশ থেকে ইউটিউব-ফেসবুকে একটা ১০ মিনিটের ভিডিও আপ করে দিলেই হয়।  শিল্প রচনার মতো এত কষ্টসাধ্য পথে যাওয়ার তো দরকার নেই। তাছাড়া শিল্পীর লক্ষ্য এত ন্যারো থাকে না। কারও ভাবমূর্তি রক্ষা বা ক্ষুণœ করার মতো কাজ তাঁর নয়। তাঁর লক্ষ্য মহাকালের সঙ্গে তাঁর কালের কথোপকথন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর