বুধবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

ভিন্ন পরিচয়ে সোমেশ্বর অলি

শোবিজ প্রতিবেদক

ভিন্ন পরিচয়ে সোমেশ্বর অলি

কবিতার টানে ঢাকায় এসে গানে জড়িয়ে পড়েন সোমেশ্বর অলি। এর মধ্যে গীতিকার হিসেবে প্রশংসিত কিছু কাজ করেছেন। বিভিন্ন দৈনিকে অলির কবিতা প্রকাশ পেলেও দীর্ঘ বছরে বই করা হয়ে উঠেনি। এবার বইমেলায় বের হয়েছে সোমেশ্বর অলির প্রথম কাব্যগ্রন্থ ‘কিছুটা ওপর থেকে মানুষ দেখতে ভালো লাগে’। বইটি প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী। মেলার সোহরাওয়ার্দী উদ্যানের ২২ নম্বর প্যাভিলিয়নে বইটি পাওয়া যাচ্ছে। বইটি প্রসঙ্গে সোমেশ্বর অলি বলেন, ‘বইয়ের জন্য একধরনের প্রস্তুতি প্রয়োজন। প্রথম বই প্রকাশে আমি কিছুটা সংযমী হয়েছি, কিছুটা নিরীক্ষা করেছি, নিজের সঙ্গে বোঝাপড়া করেছি। এবার গ্রহণ-বর্জন পাঠকের মর্জি।’ বইয়ের পাশাপাশি এ মাসেই মুক্তি পাচ্ছে অলির কয়েকটি গান। এর মধ্যে ভ্যালেন্টাইনে উন্মুক্ত হওয়া ‘উনিশ-২০’ ওয়েব ফিল্মে সাজিদ সরকারের সুরে থাকছে তিনটি গান। ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’, ‘বুকের বাঁ পাশে’ প্রভৃতি গান লিখে সমাদৃত হয়েছেন সোমেশ্বর অলি।

সর্বশেষ খবর