বুধবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০০:০০ টা

জয়ার আকুতি

শোবিজ প্রতিবেদক

জয়ার আকুতি

১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউরের বুকের তাজা রক্তে স্বীকৃতি পেয়েছে মাতৃভাষা। কিন্তু বাংলাদেশের ভাষা তো শুধু বাংলা নয়; আরও অনেক ভাষার মানুষের বসবাস রয়েছে এই সবুজ-শ্যামল দেশে। বিশেষ করে পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা। যেগুলো ক্রমশ অস্তিত্ব সংকটে পড়ছে। বিষয়টি নিয়ে সবার দৃষ্টি আকর্ষণ করলেন অভিনেত্রী জয়া আহসান। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনি শুভেচ্ছা, শ্রদ্ধা জানানোর পাশাপাশি পাহাড়ি ভাষাগুলো রক্ষার আহ্বান জানিয়েছেন। তাঁর আকুতি, ‘পাহাড়ে আমাদের ক্ষুদ্র জাতিসত্তার ভাষাগুলো ভালো নেই। পত্রিকায় পড়েছি, রেংমিটচ্য নামে একটি ভাষার মানুষ নাকি বেঁচে আছে মাত্র পাঁচ-ছয়জন। তাদের পর পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাবে একটি ভাষা। একটি ভাষা হারিয়ে যাওয়া মানে অনন্য একটি ফুলের বাগান উজাড় হয়ে যাওয়া।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর