রবিবার, ৫ মার্চ, ২০২৩ ০০:০০ টা
চলচ্চিত্র প্রদর্শক সমিতির আলটিমেটাম

বন্ধ করে দেওয়া হবে সিনেমা হল

শোবিজ প্রতিবেদক

বন্ধ করে দেওয়া হবে সিনেমা হল

যে কোনো সময় বন্ধ করা দেওয়া হতে পারে দেশের সব সিনেমা হল। এমন আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি। গতকাল সমিতির এক সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির কর্মকর্তা মিয়া আলাউদ্দিন। লিখিত বক্তব্য পাঠ করেন আওলাদ হোসেন উজ্জ্বল। আরও উপস্থিত ছিলেন সুদীপ্ত কুমার দাস, মীর্জা খালেকসহ অন্য কর্মকর্তারা। প্রেস ব্রিফিংয়ে বলা হয়, অভিনেতা আলমগীরের নেতৃত্বে চলচ্চিত্রের ১৯টি সংগঠনের যৌথ ফোরাম ‘সম্মিলিত চলচ্চিত্র পরিষদ’ গঠিত হয় এবং উক্ত পরিষদের ব্যানারে সব সমিতির নেতৃবৃন্দ বছরে ১০টি ভারতীয় হিন্দি ছবি আমদানির ক্ষেত্রে অনাপত্তি জানিয়ে লিখিত প্রস্তাবনা তথ্যমন্ত্রীর কাছে সম্প্রতি জমা দেন এবং শাহরুখ খান অভিনীত পাঠান ছবি আমদানির বিষয়ে যে জটিলতার সৃষ্টি করা হয়েছে তা নিরসনে তথ্যমন্ত্রীর বরাবর একটি আবেদন পেশ করা হয়। এরপর থেকেই তথ্যমন্ত্রীর সঙ্গে প্রায় প্রতিদিনই যোগাযোগ করা হচ্ছে। কিন্তু কোনো সদুত্তর পাওয়া যাচ্ছে না। পাঠান ছবি আমদানির অনুমতি দানের বিষয়ে মন্ত্রণালয়ের নেতিবাচক চিঠির কোনো ব্যাখ্যাও দেওয়া হচ্ছে না। এতে আমরা চরম হতাশ। ফলে সিনেমা হল চালু রাখার আর কোনো বাস্তব যুক্তি খুঁজে পাচ্ছি না বিধায় সিনেমা হল বন্ধ  করে দেওয়াই শ্রেয় মনে করছি। তাই যে কোনো সময় চলচ্চিত্র প্রদর্শক সমিতি দেশের সব সিনেমা হল বন্ধ করে দিতে পারে। 

 

 

সর্বশেষ খবর