শনিবার, ১১ মার্চ, ২০২৩ ০০:০০ টা

জেড এইচ মিন্টু আর নেই

শোবিজ প্রতিবেদক

জেড এইচ মিন্টু আর নেই

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গুণী চিত্রগ্রাহক, প্রযোজক, পরিচালক জেড এইচ মিন্টু আর নেই। গতকাল সকাল ৬টার দিকে তিনি ঢাকার নিজ বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। প্রায় তিন মাস আগে তিনি স্ট্রোক করেন। পরবর্তীতে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। প্রথমে তাঁর ব্রেন টিউমার ধরা পড়ে। পরবর্তীতে মস্তিষ্কে অস্ত্রোপচার হয়। টিউমার অপসারণ করা হলেও বায়োপসিতে তাঁর ব্রেন ক্যান্সার ধরা পড়ে। তাঁর চিকিৎসার ব্যয় ছিল বেশ ব্যয়বহুল। জেড এইচ মিন্টুর শ্যালক মুশফিকুর রহমান জানান, সবশেষ ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসায় আর আশা না থাকায় পরবর্তীতে চিকিৎসকরা তাঁকে বাসায় নিয়ে যেতে বলেন। রবিবার তাঁকে বাসায় নিয়ে আসা হয়। আর গতকাল ভোরেই তিনি মারা যান। জেড এইচ মিন্টু ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘কেয়ামত থেকে কেয়ামত’, ‘চাঁদনী’, ‘আত্মঅহংকার’, নিঝুম অরণ্য’সহ দেড় শতাধিক সিনেমার চিত্রগ্রাহক।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর