শনিবার, ১ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মধ্যবিত্তের জীবন নিয়ে ওয়াহিদ সায়ানের গান

শোবিজ প্রতিবেদক

মধ্যবিত্তের জীবন নিয়ে ওয়াহিদ সায়ানের গান

‘রয়ে যাবে এই খাঁচাতে, তোমার জীবন এখানে বন্দী। নিজেরই ন্যায্য ভাগ বুঝে নিতে সংগ্রাম চলে নিত্য। পঞ্চাশ টাকা বাঁচাতে, যদি হয় খুব চেঁচাতে। লজ্জা করো না, করো না, যাহারা মধ্যবিত্ত।’ এমন গানের কথাগুলো লিখেছেন ফারজানা ওয়াহিদ শায়ান। সম্প্রতি সায়ান তাঁর ফেসবুক পেজে এই গানটি প্রকাশ করেছেন। গানের কথা ও সুর সায়ানের নিজের। নতুন ভিডিও গানটি প্রকাশ করে ক্যাপশনে লেখেন, ‘মধ্যবিত্তের জীবনকে ব্যক্তিগত জায়গা থেকে যেটুকু আবিষ্কার করা, তার আলোকে লেখা এই গান এবং তার কিছু গল্প নিয়েই মধ্যবিত্তের গান,  ‘যাহারা মধ্যবিত্ত!’ প্রসঙ্গত, সায়ান ১১ বছরের সংগীতজীবনে শ্রোতাশ্রেণিকে উপহার দিয়েছেন তিনটি অ্যালবাম।

সর্বশেষ খবর