রবিবার, ২ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

অসংগতি নিয়ে আসিফ আকবর

শোবিজ প্রতিবেদক

অসংগতি নিয়ে আসিফ আকবর

দেশের শীর্ষ সংগীতশিল্পী আসিফ আকবর। মাঝেমধ্যেই তিনি বিভিন্ন অন্যায় ও অসংগতি নিয়ে লিখে থাকেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার ধ্বংসের মুখে পতিত হওয়া গানের ইন্ডাস্ট্রি নিয়ে তিনি লিখেছেন। আসিফ লেখেন, ‘গত ২২ বছর অডিও সার্কিটের সব ডাইমেনশনে কাজ করেছি। প্রাতিষ্ঠানিকভাবে ক্যাসেট সিডির যুগ গত হয়েছে ২০১০ সালেই। এখন ইউটিউবের যুগও ধুঁকছে, একটি গানে কোটি ভিউয়ে রিটার্ন ২০ হাজার টাকাও আসে না। মিউজিক ভিডিওতে মোটা অঙ্ক বিনিয়োগ করে ভিউয়ের ইঁদুরদৌড় আপাতত শেষ।’ আসিফের মতে, ‘গানের প্রডিউসাররা তাঁদের বিনিয়োগ নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল নাটকের পেছনে, সেই খাতও মৃত্যুর সঙ্গে লড়ছে। নাটকের ভিতরে গান ঢুকিয়ে আপৎকালীন অক্সিজেন দিয়ে গানের ব্যবসার দিনও শেষ। সবমিলিয়ে গানের বাজারে পেশাদার অডিও প্রযোজকরা এখন সরে যেতে বাধ্য হয়েছেন, আর কখনো ফিরে আসবেন না।’  আসিফ আরও বলেন, ‘দীর্ঘ গবেষণায় নিশ্চিত করে বলতে পারি, কোনো অডিও কোম্পানি আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর