বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

ফাহমিদার অভিযোগ

 শোবিজ প্রতিবেদক

ফাহমিদার অভিযোগ

প্রখ্যাত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী আক্ষেপ করে বলেন, একটা সময় ছিল সবসময় গান বাজতে শোনা যেত। এখন সেটা কল্পনা করা ছাড়া কোনো উপায় নেই। কোথাও গান শোনা যায় না। একসময় এলিফ্যান্ট রোডের ওদিকে গেলে ‘গানের ডালি’ নামের অ্যালবামের দোকান থেকে সব ধরনের গান শোনা যেত, নতুন গান প্রকাশ হলে সেগুলো শোনা যেত। এখন আর শোনা যায় না। গান এখন কানে কানে হেডফোনে চলে গেছে। অ্যালবামের দোকানগুলো একে একে বিলুপ্ত হয়ে গেছে। এটা মেনে নিতে হচ্ছে। এক সাক্ষাৎকারে তিনি আরও বলেন, সিনেমার গান একটি সিন্ডিকেট। আমাদের নামগুলো এলে সরানো হয়। এটা কেন হয় তার উত্তর বা কারণ আমরা বলতে পারব না। পরিচালক, প্রযোজকরা সবচেয়ে ভালো বলতে পারবেন।  আমার বাবা মাহমুদুন্নবী যখন পুরস্কার পেয়েছিলেন তখন তাঁর গান গাওয়াও এভাবে কমে গিয়েছিল। এখন এসব মেনে নিয়েছি।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর