সোমবার, ১০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

রকস্টার আবুল হায়াত

 শোবিজ প্রতিবেদক

রকস্টার আবুল হায়াত

নাট্যজন আবুল হায়াত এবার বাচ্চাদের জন্য সাজলেন রকস্টার। দুরন্ত টিভিতে শুরু হচ্ছে ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’র নতুন সিজন। সেখানে আবুল হায়াতকে রকস্টার রূপে পাওয়া যাবে। তবে নাটকে তাঁর চরিত্র হলো সফদার ডাক্তার। আবুল হায়াত বলেন, ‘সফদার ডাক্তার যে কবিতার চরিত্রটা আমরা জানি, সেখান থেকেই তৈরি আমার চরিত্র। আসলে মানুষের বয়স যত বাড়ে তাদের কর্মগুলো, চিন্তাভাবনাগুলো তত পেছন দিকে চলে যেতে থাকে। সেরকম একটি ব্যক্তি সফদার দাদু। তার বয়স যত বেড়েছে, জীবনের একাকিত্ব ভুলে তিনি শিশুদের সঙ্গে মিশে একেবারে শিশুর মতো হয়ে যান। শিশুদের সঙ্গে আনন্দে মেতে থাকেন। সফদার দাদু চরিত্রটি আমি খুব এনজয় করেছি।’ পার্থ প্রতিম হালদারের পরিচালনায় ঈদের বিশেষ ধারাবাহিক নাটকটির মূল ভাবনা ও নাট্যরূপ দিয়েছেন মনিরুল ইসলাম রুবেল। অভিনয় করেছে শিশুশিল্পী আফরা, সায়ান, ঋদ্ধি, তূর্য্য, ঋ, কাওসার; অন্যান্য চরিত্রে আবুল হায়াত, শাহনাজ খুশী, সাজু খাদেম, প্রাণ রায়সহ রয়েছেন আরও অনেকে। দুরন্তর পাঁচ দিনের ঈদ আয়োজনে ‘হৈ হৈ হল্লা : সিজন-২’ ধারাবাহিক নাটকটি দেখা যাবে দুপুর ২টায় ও রাত ৮টা ৩০ মিনিটে। গত বছর ‘হৈ হৈ হল্লা’র প্রথম সিজন প্রচার হয়েছিল।  দুই ঈদ ও পূজায় এর ১৬টি পর্ব আসে। এবার তেমনটাই হবে বলে জানিয়েছে দুরন্ত টেলিভিশন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর