রবিবার, ৩০ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

মঞ্চে ফিরছেন তাঁরা...

শোবিজ প্রতিবেদক

বাংলাদেশের অন্যতম নাটকের দল থিয়েটার তাদের ৫০ বছর পূর্তি উদযাপন করেছে। বর্ণিল ছিল বছরব্যাপী সেই উদযাপনের উদ্যোগ। দীর্ঘদিনের পথচলায় থিয়েটার এখন পর্যন্ত ৪৭টি প্রযোজনা মঞ্চে এনেছে। এর মধ্যে আছে কালজয়ী ও দর্শকনন্দিত নাটক। থিয়েটারের হাত ধরেই রামেন্দু মজুমদার, তাঁর স্ত্রী ফেরদৌসী মজুমদার ও কন্যা ত্রপা মজুমদার বেশ শ্রদ্ধার আসন গড়ে নিয়েছেন দেশের নাটক তথা সংস্কৃতির অঙ্গনে। এই ত্রয়ী মঞ্চে হাজির হচ্ছেন থিয়েটারের নতুন নাটক ‘লাভ লেটারস’ নিয়ে। নাটকটিতে দুটি চরিত্র। সে দুই চরিত্রে পাঠাভিনয় করবেন রামেন্দু-ফেরদৌসী দম্পতি। তাঁরা অভিনয় করবেন কন্যা ত্রপার পরিচালনায়। আসছে ৫ ও ৬ মে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে নাটকটি। এটি থিয়েটারের ৪৮তম প্রযোজনা। গত বছরের জুনে একসঙ্গে মঞ্চে কাজ করেছিলেন রামেন্দু মজুমদার, ফেরদৌসী মজুমদার ও ত্রপা মজুমদার। নাম ‘পোহালে শর্বরী’। এটি যৌথভাবে নির্দেশনা দিয়েছিলেন রামেন্দু মজুমদার ও ত্রপা মজুমদার। সেখানে নির্দেশনার পাশাপাশি অভিনয়ও করেছিলেন ত্রপা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর