সোমবার, ১ মে, ২০২৩ ০০:০০ টা

‘হঠাৎ দেখা’র মোড়ক উন্মোচন

শোবিজ প্রতিবেদক

‘হঠাৎ দেখা’র মোড়ক উন্মোচন

বাঙালি ও বাংলা গানের দুই পথিকৃৎ রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের সমৃদ্ধ সংগীত সম্ভার নিয়ে গত ২৯ এপ্রিল ঢাকার একটি অভিজাত হোটেলে ‘হঠাৎ দেখা’ অ্যালবামটির মোড়ক উন্মোচন হলো। বাপ্পা মজুমদারের সংগীতায়োজনে রবীন্দ্রসংগীত শিল্পী শ্রাবণী সেন এবং শিল্পী সুস্মিতা আনিসের কণ্ঠে রবীন্দ্র-নজরুলের ১০টি গানের এক মোহনীয় সম্মিলন। অভিনেত্রী ও বাচিকশিল্পী মধুমিতা বসু এবং কবি ও বিশিষ্ট লেখক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের রচিত গল্পে ‘হঠাৎ দেখা’ কাহিনির শ্রুতি অভিনয়ে রয়েছেন মধুমিতা বসু ও শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। অনুষ্ঠানে লাইভ করেছেন শ্রাবণী সেন। হঠাৎ দেখা অ্যালবামের ১০টি গান চারটি ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে- প্রেম, বর্ষা, ভক্তিমূলক এবং উদ্দীপনামূলক। বিশিষ্ট নজরুলসংগীত শিল্পী সুস্মিতা আনিসের উদ্যোগে দুই বাংলার বিভিন্ন শিল্পী-কলাকুশলীদের সম্মিলিত আয়োজনে পাঁচটি রবীন্দ্রসংগীত, পাঁচটি নজরুলসংগীত ও কাহিনির সমন্বয়ে ‘হঠাৎ দেখা’ অ্যালবামটি তৈরি হয়।

 

সর্বশেষ খবর