মঙ্গলবার, ৯ মে, ২০২৩ ০০:০০ টা

ব্যাচেলর লাইফটা দারুণ...

শাবনূর

আলাউদ্দীন মাজিদ

ব্যাচেলর লাইফটা দারুণ...

দর্শকনন্দিত অভিনেত্রী শাবনূর অস্ট্রেলিয়ায় প্রবাস জীবনযাপন করছেন দীর্ঘদিন ধরে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে মুঠোফোনে জানান, তিনি বেশ ভালো আছেন। নিজের এবং বোনের বাচ্চাদের সঙ্গে নানাভাবে আনন্দঘন সময় কাটাচ্ছেন। এমন কথার ফাঁকে নিজের একটি ইচ্ছার কথা জানাতে ভুল করেননি শাবনূর। কি সেই ইচ্ছা? এমন প্রশ্নে শাবনূর বলেন, চলচ্চিত্র হচ্ছে আমার প্রাণের জায়গা। অভিনয় করেই আজ আমি সবার প্রিয় শাবনূর হয়েছি। তাই চলচ্চিত্রকে কখনো ভুলতে পারব না। আমি এখন পরিকল্পনা করছি অস্ট্রেলিয়ায় একটি ছবি করব। তবে নির্মাণ আমি করব না, শুধু অভিনয়ই করতে চাই। এই পরিকল্পনাটি এখন একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। সব কিছু ঠিকঠাক হলে বড় আয়োজনে ঘোষণা দেব। দেশে কখন ফিরছেন? এই প্রশ্নের জবাবে শাবনূর জানান সহসা হয়তো আসতে পারব না। কারণ আমার একমাত্র আদরের সন্তান আইজানের স্কুল চলছে। ওকে নিয়েই এখন আমার যত ভাবনা। ও ছাড়া আমার তো আর কেউ নেই। ওকে মানুষের মতো মানুষ করে যেতে চাই। আমি চাই বাচ্চাটার জন্যই জীবনের সব সেক্রিফাইস করে যেতে। আবার সংসারী হবেন কি না এমনটা জানতে চাইলে তাঁর সাফ জবাব, না আর এই ভুল করতে চাই না। বিয়ে করা মানে দায়িত্ব কাঁধে নেওয়া। স্বাধীনতা বলে কিছু থাকে না। আর কোনো দায়িত্ব পালন করতে আমার ভালো লাগে না। ব্যাচেলর লাইফটা দারুণ। খুবই আনন্দের। এই শান্তির জীবনটাই এখন আমি প্রাণ খুলে উপভোগ করছি। পেছনে ফেলে আসা অভিনয় জীবনের কথা কেমন মনে পড়ে? এর উত্তরে তিনি সোজাসাপটা ভাষায় বলেন, ‘না, মোটেও মনে পড়ে না। বাচ্চাটাকে নিয়ে এতটাই ব্যস্ত থাকতে হয় যে, শুধু অভিনয় নয়, আগের কোনো কথাই মনে করার সময় এখন কোথায়। এখন ভাবনা শুধু একটাই, আদরের আইজানকে কীভাবে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলা যায়। ও মাশাআল্লাহ এখানে পড়ালেখা ও সবদিক দিয়ে বেশ ভালো করছে। শাবনূর জানালেন অস্ট্রেলিয়ায় এখন হাড়কাঁপানো শীত পড়ছে। আক্ষেপ করে এও বললেন তিনি ‘শীত আমার একদম ভালো লাগে না।’। শাবনূর বলেন, অস্ট্রেলিয়া খুব সুন্দর এবং পরিপাটি একটি দেশ। কোনো ঝুটঝামেলা নেই এখানে, তাই চাইলেই বুক ভরে স্বস্তির নিঃশ্বাস নেওয়া যায়। শাবনূর বলেন, প্রিয় চলচ্চিত্রাঙ্গন, দেশ ও দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা আমার সব সময়ই থাকবে। কারণ মার্তৃভূমি সবার ওপরে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর