বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা
কান কর্নার

রেড কার্পেটে ট্রোলের শিকার ঊর্বশী

শোবিজ ডেস্ক

রেড কার্পেটে ট্রোলের শিকার ঊর্বশী

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ‘ক্লাব জিরো’র স্ক্রিনিংয়ে উপস্থিত হয়েছিলেন বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। সেখানে  রেড কার্পেটে তাকে পালক মোড়ানো পোশাকে দেখা যায়। যার বুক থেকে পা পর্যন্ত গোটাটা দেখে মনে হচ্ছে পালক লাগানো। সঙ্গে ট্রেলিং স্লিভেও পালক। তবে শুধু গাউনই নয়, এই পোশাকের সঙ্গে মাথায় পরেন পালক লাগানো টুপিও। এই পোশাকে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট হতেই ট্রোলের বন্যা। এ ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে জানানো হয়, অভিনেত্রীকে নিয়ে একাধিক নেটিজেনের মন্তব্য, পোকেমন আর টিয়াপাখির মতো দেখতে লাগছে। কানের পঞ্চম দিনে ঊর্বশী এই পালক ও সিকুইন বসানো পোশাক পরেছিলেন জিয়াদ নাকাদের ‘স্প্রিং সামার ২০২৩’ কালেকশন থেকে। সেই সঙ্গে ছিল কানে দুল ও হাতে আংটি। তবে সবাই যে অভিনেত্রীর পোশাক অপছন্দ করেছেন এমন নয়। অনেকেই যখন এই পোশাক নিয়ে মজা করছেন, তখন আবার পোশাকটি পছন্দ হয়েছে বলেও জানাচ্ছেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেছেন, ‘আমার কিন্ডারগার্টেনের টিয়াপাখির পোশাক এর থেকে ভালো ছিল।’ আবার কেউ লিখেন, ‘ঈশ্বর, কেউ ওর স্টাইলিস্টকে চাকরি থেকে বের করুন!’ একজন লিখেন, ‘আমি বিশ্বাসই করতে চাই না এটা কানের পোশাক।’

 

বাংলাদেশি মডেল মিথিলার নতুন সিনেমা ঘোষণা

বিশ্বের অন্যতম মর্যাদাসম্পন্ন কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় পা মাড়িয়েছেন বাংলাদেশি মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। ২২ মে বিকালে ভারতীয় প্যাভিলিয়নে এই মিস ইউনিভার্স বাংলাদেশের নতুন একটি সিনেমার ঘোষণা দেন। ছবিটির নাম ‘লাইফ’। এতে মিথিলা প্রধান চরিত্রে রয়েছেন। জানা যায়, এটি একটি বাংলাদেশি বেশ সিরিয়াস গল্প। যদিও এটি মিথিলা অভিনীত দ্বিতীয় ছবি। প্রথমটি ছিল বলিউডের ‘রোহিঙ্গা’। তবে এবারের ছবিটি যৌথ প্রযোজনার। ভারত-বাংলাদেশ মিলে তৈরি হচ্ছে। মিথিলা বলেন, ‘ছবিটির শুটিং শুরু হবে দুই মাসের মধ্যে। গল্প প্রসঙ্গে বলা বারণ আছে। তবে এটুকু বলছি, খুবই স্যাড ও সিরিয়াস একটি গল্প। এবং গল্পটা বাংলাদেশের এবং আমাকে ঘিরেই। এর সঙ্গে রয়েছে ভারত ও শ্রীলঙ্কার নতুন প্রজন্মের নির্মাতারা। ফলে এই প্রজেক্ট আমার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে আন্তর্জাতিকভাবে।

 

সর্বশেষ খবর