বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩ ০০:০০ টা

মর্মাহত জয়া...

শোবিজ প্রতিবেদক

মর্মাহত জয়া...

অভিনেত্রী জয়া আহসান একজন প্রাণীপ্রেমী। নিজের বাসায় তো বটে, বাইরেও তিনি বিভিন্ন প্রাণীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন। প্রাণীপ্রেমের জন্য পেয়েছেন সম্মাননাও। সেই জয়া যখন খবর পেলেন, রাজধানীতে দিনেদুপুরে আস্ত একটি হস্তীশাবক ট্রেনের ধাক্কায় নির্মমভাবে মারা গেছে, তখন তার হৃদয়ে বিষাদের বজ্রপাত হয়েছে। সপ্তাহ পেরিয়ে সেই ক্ষত এখনো তাকে পোড়াচ্ছে, ভাবাচ্ছে। এ ঘটনার পর অনেক শিল্পী সোশ্যাল হ্যান্ডেলে প্রতিবাদ জানিয়েছেন। একাধিক সংগঠন মানববন্ধনও করেছে। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তেমন কোনো পদক্ষেপের খবর এখনো পাওয়া যায়নি। বিষণ্ণ মনে বিষয়টি নিয়ে ক্ষোভ জানালেন জয়া আহসান। কেননা রক্তাক্ত সেই হস্তীশাবকের নিথর অবস্থার ছবি এখনো তার চোখে-মনে ভাসছে। এ অভিনেত্রী বললেন, ‘এক সপ্তাহ পার হয়ে গেল, কিন্তু উত্তরায় বেঘোরে মারা পড়া হাতির বাচ্চাটার কথা মন থেকে কোনোভাবেই সরিয়ে দিতে পারছি না। সেই কিশোরীবেলা থেকে হাতি আমার মনোরম কল্পনার প্রাণী। শুধু আমার কেন, হাতির ছানাকে কে ভালোবেসে বড় হয়নি? কোনো প্রাণীকে দেখে আমরা ভয় পাই, কোনো প্রাণীর সৌন্দর্যে বিস্মিত হয়ে থাকি। কিন্তু হাতি? হাতি তো সব সময়েই আমাদের প্রাণী। হাতির ছানা তো আরও। রূপকথায়, মেঘের আকারে, অ্যানিমেশনে বন্ধু হিসেবে হাতিকে মনের রঙিন কল্পনায় মধ্যে জায়গা দিতে দিতে আমরা বড় হয়েছি। এমন একটি আদুরে হাতির ছানা কী মর্মান্তিকভাবেই না মারা পড়ল গত ১৭ মে।’ জয়া আরও বলেন, ‘বন্যপ্রাণীদের নিয়ে পৃথিবীজুড়ে ভাবনা বদলে যাচ্ছে। আমরা কি একগুঁয়ের মতো পৃথিবীর বাইরে থাকতে চাই? মহাবিপদাপন্ন একটি প্রাণীকে কোনোভাবেই আমরা তাদের নিজস্ব পরিবেশের বাইরে এনে আটকে রাখতে পারি না।  তাই এ আইনটি এখন বাতিল করার সময় এসেছে।

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর