সোমবার, ২৯ মে, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশি শামস আহমেদের ‘এমি অ্যাওয়ার্ড’ জ

লাবলু আনসার (যুক্তরাষ্ট্র)

বাংলাদেশি শামস আহমেদের ‘এমি অ্যাওয়ার্ড’ জ

গত বছর সুপার বৌলে (আমেরিকান ফুটবলের সবচেয়ে জনপ্রিয় আসর) ‘র‌্যাগড ওল্ড ফ্ল্যাগ : অ্যান আমেরিকান কোরাসটি অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেছে। কোটি আমেরিকানের হৃদয়ে কাঁপুনি সৃষ্টি করা এই সংগীত পরিচালনা করেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান শামস আহমেদ। অসাধারণ শৈল্পিক চিন্তার প্রতিফলন ঘটানোর জন্য গত এপ্রিলে পরিচালক শামস আহমেদকে ‘এমি অ্যাওয়ার্ড’-এর জন্য মনোনয়ন দেওয়া হয়েছিল। সে সূত্রেই গত ২২ মে নিউইয়র্ক সিটির লিঙ্কস সেন্টারে ‘৪৪তম স্পোর্টস এমি অ্যাওয়ার্ড’র আসরে শামস আহমেদকে প্রদান করা হয়েছে অ্যাওয়ার্ড। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ ডা. শামসুদ্দিন আহমেদের নাতি (নিউজার্সিতে বসবাসরত সালাহউদ্দিন আহমেদের পুত্র) শামস এই অ্যাওয়ার্ড প্রাপ্তির মাধ্যমে মার্কিন মুল্লুকে বাঙালি প্রজন্মের জন্য আরেকটি ইতিহাসের সাক্ষী হলেন। এর আগে কোনো বাংলাদেশি এই মর্যাদাসম্পন্ন অ্যাওয়ার্ড পাননি।

‘ন্যাশনাল একাডেমি অব টেলিভিশন আর্টস অ্যান্ড সায়েন্স’ এই অ্যাওয়ার্ড বিতরণ করেছে। বিরল এই সম্মান লাভের প্রতিক্রিয়ায় শামস বলেন, ‘সত্যিই আমি আনন্দিত যে, আমরা সুপার বৌল অংশে সেরা সংগীত পরিচালনার জন্য এমি পুরস্কার জিতেছি। যে আশ্চর্যজনক দলটি এটি ঘটিয়েছে তার জন্য আমি আবেগ ও গর্ব অনুভব করছি।

সর্বশেষ খবর