মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ ০০:০০ টা
 সাক্ষাৎকার : নুসরাত ফারিয়া

স্টেজে ড্যান্স পারফরম্যান্স এনজয় করি

 শোবিজ প্রতিবেদক

স্টেজে ড্যান্স পারফরম্যান্স এনজয় করি

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। বরাবরই ভিন্নধর্মী স্টাইলের উপস্থাপনা এবং বিজ্ঞাপনচিত্রে তার গ্ল্যামারস উপস্থিতি সবাইকে মুগ্ধ করে। স্টেজ পারফরম্যান্সের পাশাপাশি তিনি গানেও বেশ পারদর্শী। গ্ল্যামার, মেধা আর স্মার্টনেস এই নায়িকাকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তার সঙ্গে সাম্প্রতিক কাজ ও বিভিন্ন বিষয় নিয়ে আলাপন-

 

ওপারে বিবাহ অভিযান কেমন গেল?

সব মিলিয়ে ভালোই। চলতি বছর এটাই আমার প্রথম সিনেমা। তাই ভালো লাগাটাও একটু বেশি। দারুণ এক গল্পের সিনেমা এটি। এতে রোমান্টিক সিনের পাশাপাশি কমেডিও আছে।

 

কিছুদিন আগে সুখবর দিলেন। সিনেমাটির নাম কী?

বাবা যাদবের পরিচালনায় নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। তবে  সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। আনুষ্ঠানিক মহরত হয়েছে মাত্র।

 

ওপারে তো বেশ কিছু কাজ নিয়ে ব্যস্ত...

হ্যাঁ, কলকাতায় একাধিক নতুন সিনেমার কাজ নিয়ে কিছুটা ব্যস্ত। যেগুলোর কিছু কাজ শেষ ও কিছুর শুটিং শুরু হবে।

 

প্রযোজক শাহরিয়ার শাকিল, আপনি, রাজ ও তানিম অংশুকে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করেছেন। এই প্রজেক্টটি নিয়ে কিছু বলবেন?

এটি নিয়ে এখনো কিছু বলতে চাই না। তবে হ্যাঁ, নতুন কিছু ঘটতে যাচ্ছে। সব ঠিকঠাক হওয়ার পর এটি নিয়ে ঘোষণা দেব।

 

‘মুজিব’ সিনেমায় বর্তমান দেশের প্রধানমন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন। সব মিলিয়ে অভিজ্ঞতা কেমন ছিল?

অভিজ্ঞতা ভালো। চরিত্রটি নিয়ে আমি খুবই আবেগপ্রবণ। এর মাধ্যমে আমি ইতিহাসের অংশ হয়ে গেছি। সারা বছর যদি কোনো কাজ নাও করি, তবু এটি আমাকে বাঁচিয়ে রাখবে।

 

‘ফুটবল ৭১’ এর আপডেট কী?

সিনেমাটির কাজ শেষ হয়েছে। তবে নির্মাতা ও প্রযোজকই ভালো জানেন কবে মুক্তি দেবেন।

 

আর ‘পারাপার’...

এটিই সামনে আসবে। কাজ শেষ।

 

‘বুঝি না তো তাই’ এ সাড়া কেমন ছিল?

এক মাসে এটি ৪.৫ মিলিয়ন মানুষ দেখেছে। আর ৭০ হাজার লাইক। ভালোই তো।

 

নতুন গান কবে আসছে?

এক বছর পরপর গান বের হয়। বেশি কাজ করে লাভ নেই। কোয়ালিটি কাজই করতে চাই সব সময়।

 

নিজের গানের সঙ্গে স্টেজে ড্যান্স পারফরম্যান্স...

নিয়মিতই করছি। ওপার বাংলায় অনেক শো করি। স্টেজে ড্যান্স পারফরম্যান্স আমি খুবই এনজয় করি।

 

নিজেই বাগদান ভেঙে যাওয়ার খবর জানালেন...

বাগদানের কথা জানিয়েছিলাম। তাই দায়বদ্ধতা থেকে বাগদান ভেঙে যাওয়ার খবরও জানিয়েছি। বিষয়টি নিয়ে লুকোচুরির কিছু নেই।

 

সর্বশেষ খবর