বুধবার, ৩১ মে, ২০২৩ ০০:০০ টা

সংগীতজ্ঞদের স্মরণে শিল্পকলা একাডেমি

শোবিজ প্রতিবেদক

সংগীতজ্ঞদের স্মরণে শিল্পকলা একাডেমি

বিশিষ্ট লোকসংগীত শিল্পী আব্বাস উদ্দিন ও বিশিষ্ট নৃত্যশিল্পী উদয় শংকর স্মরণে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করে ‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় জাতীয় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট বাঙালি লোকসংগীতশিল্পী, পরিচালক ও সুরকার আব্বাস উদ্দীন আহম্মেদকে নিয়ে বক্তব্য রাখেন শিল্পী আব্বাস উদ্দীনের দৌহিত্র শারমিনী আব্বাসী। পরে লোকসংগীত সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বহুমুখী কার্যক্রমের কথা তুলে ধরেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এদিকে শিল্পী আব্বাস উদ্দীন আহম্মেদ স্মরণে সংগীত পরিবেশন করেন সুস্মিতা দেবনাথ সূচি, আব্দুল্লাহেল-রাফি, হীরক সরদার, রোকসানা আক্তার রূপসা এবং বিমান চন্দ্র। এরপর শুরু হয় বিশিষ্ট নৃত্যশিল্পী উদয় শঙ্কর স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মূল প্রবন্ধ পাঠ করেন নিগার চৌধুরী।

সর্বশেষ খবর