রবিবার, ৪ জুন, ২০২৩ ০০:০০ টা

ঋতুপর্ণার উদ্বেগ

শোবিজ ডেস্ক

ঋতুপর্ণার উদ্বেগ

প্রখ্যাত ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তার রচিত অন্যতম উপন্যাস ‘দত্তা’। ১৯১৮ সালে রচিত এই উপন্যাস নিয়ে নির্মিত হয়েছে একাধিক চলচ্চিত্র। ১৯৫১ সালে এ উপন্যাস অবলম্বনে পরিচালক সৌমেন মুখার্জি নির্মাণ করেন সিনেমা। এতে বিজয়া চরিত্রে অভিনয় করেন সুনন্দা দেবী। ১৯৭৬ সালে অজয় কর নির্মাণ করেন আরেকটি সিনেমা। এতে বিজয়া চরিত্রে অভিনয় করেন মহানায়িকা সুচিত্রা সেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এ উপন্যাস অবলম্বনে নির্মল চক্রবর্তী নির্মাণ করেছেন ‘দত্তা’ সিনেমা। আসছে ১৬ জুন মুক্তি পাবে ছবিটি।

এ সিনেমায় বিজয়া চরিত্রে অভিনয় করেছেন ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে বিজয়া চরিত্র রূপায়ণ করেছেন সুচিত্রা সেনের মতো বরেণ্য অভিনেত্রী। আর সেই চরিত্রে অভিনয় করার আগে বুক কেঁপেছে কিনা? এমন প্রশ্নের জবাবে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘সুচিত্রা সেন বা সুনন্দা দেবী ‘দত্তা’ করেছেন। সুনন্দা দেবীর ‘দত্তা’র সময় আমার জন্ম হয়নি। সুচিত্রা সেনের ‘দত্তা’-এর সময়ে

আমার জন্ম হয়েছে। কিন্তু এত ছোট ছিলাম যে, আমার মনেও নেই, পরে দেখেছি। উনি মহানায়িকা, নমস্য ব্যক্তি। তার সঙ্গে তুলনাও ধৃষ্টতার।’ এদিকে ঋতুপর্ণা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি হলো ‘বিউটিফুল লাইফ’। এটি গত ৩০ মার্চ মুক্তি পায়। এই ছবিতে বিজ্ঞান, সংগীত, চিত্রকলা, ভাস্কর্য, শরীর, মন সমস্ত কিছু মিলেমিশে একাকার হয়ে যায়। ‘বিউটিফুল লাইফ’-এ একদম অন্য রকম লুকে দেখা গেছে টোটা রায় চৌধুরীকে। একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন তিনি।

ছবির প্রেক্ষাপটে ছিল, দাম্পতিয় জীবনের জটিলতা কাটিয়ে সম্পর্কের এক নতুন সমীকরণ। একটা সুস্থ জীবন ফিরিয়ে দেওয়ার লড়াই ছিল ছবিটিতে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর