শিরোনাম
বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ ০০:০০ টা

আবু উবায়দার নতুন গান

শোবিজ প্রতিবেদক

আবু উবায়দার নতুন গান

ইসলামী গানে ভিন্ন রকম আমেজ মিশিয়ে ইতোমধ্যেই লাখো মানুষের হৃদয় ছুঁয়েছেন জনপ্রিয় নাশিদ শিল্পী আবু উবায়দা। মাটির দেহ, মারহাবা, কথাতে ভুল হলে, সাদা কাফন, যদি নাত লিখতে লিখতে, লোকে আমায় পাগল বলে, রহম চাদরসহ তাঁর অনবদ্য কাজের তালিকা বেশ দীর্ঘ। এবার সে তালিকায় নতুন করে যুক্ত হচ্ছে ‘রুহের কাসিদাহ’ (নাত)। ভারতের শিলং, চেরাপুঞ্জি, লাইটলুম, দার্জিলিং, পাইন ফরেস্ট, কালিংপংয়ের নয়নাভিরাম দৃশ্য তুলে আনা হয়েছে এতে। সাইয়েদ তানভির এনায়েতের কথামালায় গানটিতে সুর ও কণ্ঠ দিয়েছেন নাশিদ শিল্পী আবু উবায়দা। এ ছাড়া সাউন্ড ডিজাইনে ছিলেন সাইয়েদ হাসানাত, ভিডিও ডিরেকশনে এইচ আল হাদি, ম্যানেজম্যান্টে মাহমুদুল হাসান এবং সুপারভাইজার হিসেবে ছিলেন আবু হুরায়রা। ২২ জুন আবু উবায়দার অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে এই নাশিদ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর