বুধবার, ২১ জুন, ২০২৩ ০০:০০ টা

ঈদের ছবি নিয়ে যত কথা

আলাউদ্দীন মাজিদ

ঈদের ছবি নিয়ে যত কথা

ঈদুল আজহার আর বেশি দেরি নেই। ঈদ মানেই উৎসব। আর এই উৎসবে নানা আনন্দ অনুষঙ্গের সঙ্গে যোগ হয় বড় পর্দায় নতুন ছবি মুক্তি পাওয়া। ঈদে নতুন ছবি দেখে দর্শক তার মনে ঈদ উৎসবের খুশি বহুগুণে বাড়িয়ে তোলে। এ কারণে ঈদ হলো চলচ্চিত্র ব্যবসার প্রধান মৌসুম। তাই চলচ্চিত্র নির্মাতা ও প্রদর্শকরা সারা বছর মুখিয়ে থাকেন ঈদে মানসম্মত নতুন ছবি মুক্তির জন্য। ঈদে মুক্তি পায় তারকাবহুল একাধিক ছবি। এবারও তার ব্যতিক্রম নয়। এখন পর্যন্ত এই ঈদে পাঁচটি ছবি মুক্তির কথা শোনা যাচ্ছে। আর এসব ছবির তারকারা হলেন- হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ (শাকিব খান, ইধিকা), রায়হান রাফির ‘সুড়ঙ্গ’ (আফরান নিশো, তমা মির্জা), চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ (মাহফুজ আহমেদ, বুবলী), বন্ধন বিশ্বাসের ‘লালশাড়ি’ (অপু বিশ্বাস, সাইমন) এবং সৈকত নাসিরের ‘ক্যাসিনো’ (নিরব, বুবলী)। বলতে গেলে এবারের ঈদের প্রতিটি ছবিই কমার্শিয়াল-আর্ট ঘরানার তৈরি। এসব ছবি নিয়ে সংশ্লিষ্ট ছবির নির্মাতা ও মুখ্য অভিনয় শিল্পীরা খুবই আশাবাদী।

‘সুড়ঙ্গ’ ছবিটি নিয়ে এ ছবির নির্মাতা রায়হান রাফি বলেন, ছবিটি আমার অন্যসব ছবিকে ছাড়িয়ে যাবে এ কথা হলফ করে বলতে পারি। কারণ ইতোমধ্যে সেন্সর বোর্ড সদস্য এবং অন্য যারা ছবিটি দেখেছেন তারা ছবিটির উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছেন, ছবিটি কিছু একটা হবে। আমি একটি সমৃদ্ধ ছবি নির্মাণে ‘সুড়ঙ্গ’র বেলায় কোনো কমতি রাখিনি। তাই দর্শক আমার ছবিটি সাদরে গ্রহণ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস।’ ‘সুড়ঙ্গ’ ছবির নায়ক আফরান নিশো বলেন, এটি আমার অভিনীত প্রথম ছবি। আর এতে অভিনয় করতে গিয়ে যথাসাধ্য পরিশ্রম করেছি। আমার প্রত্যাশা আমার শ্রম বৃথা যাবে না, দর্শক ছবিটি গ্রহণ করবে এবং এতে আমি আরও উন্নত কাজ করার ক্ষেত্রে অনুপ্রাণিত হব।’ ‘সুড়ঙ্গ’ ছবির নায়িকা তমা মির্জা বলেন, ‘এ ছবির জন্য অনেক দিন অন্য কাজ করিনি। নিজেকে তৈরি করেছি। এর আগে, কোনো ছবির জন্য এত লম্বা সময় নেইনি। ‘সুড়ঙ্গ’র কাজটি অনেক যত্ন নিয়ে করেছি। আর আমার বিপরীতে আছেন জনপ্রিয় অভিনেতা নিশো। তার অভিনয় নিয়ে বলার কিছু নেই। মুক্তির আগ পর্যন্ত শুধু ‘সুড়ঙ্গ’ নিয়েই আছি। ছবিটি নিয়ে আমরা সবাই খুবই আশাবাদী।’

প্রিয়তমা ছবি নিয়ে ছবিটির নির্মাতা হিমেল আশরাফ জানান, ‘প্রিয়তমা’ লুক দিয়ে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পেয়েছেন। তিনি বলেন, সবার ভালোবাসায় আমরা ‘প্রিয়তমা’ টিম মুগ্ধ, কৃতজ্ঞ। আমাদের দায়িত্ব আরও অনেক গুণ বেড়ে গেছে। শুধু সাধারণ দর্শকই আমাদের ভালোবাসা জানায়নি, অসংখ্য সিনেমা হল আমাদের সঙ্গে যোগাযোগ করছেন টাকা দিয়ে ঈদের বুকিং দেওয়ার জন্য। শুটিং শেষ না হওয়া একটি ছবির জন্য সর্বশেষ কবে এই চাহিদা তৈরি হয়েছিল আমাদের জানা নেই। শাকিব খান আমাদের সিনেমার সবচেয়ে বড় তারকা। তার কাছ থেকে তার অসংখ্য ভক্তর যে প্রত্যাশা, তা পূরণে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি। দেখা হবে আগামী কোরবানির ঈদে।’

লালশাড়ি ছবি নিয়ে নির্মাতা বন্ধন বিশ্বাস বলেন, ‘লালশাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি এক সময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে।’ ছবিটির প্রযোজক ও অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, আমার অভিনীত প্রথম সিনেমার মতো অধীর আগ্রহ নিয়ে ‘লালশাড়ি’র জন্যও অপেক্ষা করছি। আমার একই রকম অনুভূতি হচ্ছে। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার জন্য যেমন হয়েছিল, প্রথম প্রযোজিত সিনেমার জন্যও একই অনুভূতি হচ্ছে। আমার বিশ্বাস দর্শকরা সিনেমাটি পছন্দ করবেন। লালশাড়ি নিয়ে এ ছবির নায়ক সাইমন বলেন, লালশাড়ি আমাদের গ্রামীণ প্রেক্ষাপট ও গ্রামীণ ঐতিহ্যের ছবি। এ ছবিতে দর্শক তাদের পছন্দের দেশীয় গল্প, বাঙালির কৃষ্টি

কালচার যা তারা দেখতে চায় তাই দেখতে পাবে। এ ছাড়া সুস্থ বিনোদনের সব অনুষঙ্গ এতে রয়েছে। তাই আমার বিশ্বাস উৎসবের এই ঈদে দর্শক ছবিটি দেখে খুবই আনন্দ পাবে। তারা নিরাশ হবেন না কোনো দিক দিয়ে। প্রহেলিকা নিয়ে নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, ‘আমাদের পুরো জীবনটাই রহস্যে ঘেরা, সম্পর্কও রহস্যে ঘেরা। আর প্রহেলিকা মানেই রহস্য, ধাঁধা। সত্যি বলতে চোখে যা দেখা যায়, আসলে তা দেখা নয়। এ ছবির নায়ক মাহফুজ আহমেদ বলেন, সিনেমাটির মেঘের নৌকা গানটি দেখার পর অনেকেই মনে করে থাকবেন এটি হয়তো রোমান্টিক ঘরানার সিনেমা। আসলে সিনেমার গল্পে  এমন অনেক রহস্য রয়েছে, যা কেবল হলে গিয়ে দেখার পরই বুঝতে পারবে দর্শক। ক্যাসিনো ছবিটি  নিয়ে ছবিটির নির্মাতা সৈকত নাসির বলেন, এটি একটি সময়োপযোগী গল্পের সিনেমা। যারা ইতোমধ্যে ছবিটির ট্রিজার দেখেছেন তারা বলেছেন এটি একটি উন্নত কন্টেন্ট। এ ছবিতে নিরব ও বুবলী  তাদের অভিনয়ের সেরা কাজ উপহার দিয়েছেন। ক্যাসিনো আসলে ২০১৯ সালের একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত চলচ্চিত্র। এতে ক্যাসিনো ও মানি লন্ডারিংয়ের মতো অপরাধের বিষয় তুলে ধরা হয়েছে। দর্শকদের বলব ছবিটি ট্রিজারের চেয়েও অনেক উন্নত হয়েছে। এটি দেখে কোনো দিক দিয়েই তারা হতাশ হবেন না। ক্যাসিনো ছবির নায়ক নিরব বলেন, শুটিং শেষ করার পরপর ছবিটি মুক্তি পেলে হয়তো ভালো হতো। কিন্তু টানা প্রায় দুই বছর কভিডসহ আরও কিছু সমস্যা ছিল। ফলে মুক্তি দেওয়া যায়নি। এখন মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। ভালো গল্পের ছবি এটি, কাজও ভালো হয়েছে। ঈদ উৎসবে দর্শকের কাছে খারাপ লাগবে না ছবিটি। কারণ এটি একটি কমার্শিয়াল ও ক্লাসিক ঘরানার ছবি। এ ছবিতে নানা চমক রয়েছে। যা দেখে দর্শক শিহরিত ও মুগ্ধ হবেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর