শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা

ঈদে হানিফ সংকেতের নাটক

শোবিজ প্রতিবেদক

ঈদে হানিফ সংকেতের নাটক

আবদুন নূর সজল ও সারিকা সাবরিনকে নাটকের দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন নির্মাতা হানিফ সংকেত

প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। নাটকের নাম ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’। প্রচার হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে। বরাবরই হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। প্রতি বছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন তিনি। বরেণ্য এই নির্মাতার প্রতিটি নাটকেই থাকে চমৎকার সামাজিক বক্তব্য, যে কারণে এই ভিউ বাণিজ্যের যুগেও পরিবার নিয়ে দর্শকরা তার নাটক উপভোগ করেন। গল্পের প্রয়োজনে এবার সম্পূর্ণ নাটকটি ধারণ করা হয় দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে। কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশন এবং সবচেয়ে দৃষ্টিনন্দন হোটেল সি পার্ল বিচ রিসোর্টে টানা তিন দিন নাটকটি ধারণ করা হয়। বর্তমানে এই সামাজিক অবক্ষয়ের যুগে বিয়ে ভীতিতে আক্রান্ত এক যুবক ও এক যুবতীর ঝগড়া-বিবাদ, মান-অভিমান, রাগ-অনুরাগ ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকের কাহিনি। নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, সারিকা সাবরিন, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজনের পাশাপাশি সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ। এটিএন কর্তৃপক্ষ জানায়, যেহেতু তিনি শুধু আমাদের চ্যানেলের জন্যই নাটক নির্মাণ করেন, তাই তার নাটকের সময় আমাদের চ্যানেলে দর্শক থাকে বেশি।  

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর