শুক্রবার, ২৩ জুন, ২০২৩ ০০:০০ টা

আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ

শোবিজ প্রতিবেদক

আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ

মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ট্রাস্টি প্রয়াত আলী যাকেরের স্মৃতি বহমান রাখতে মুক্তিযুদ্ধ জাদুঘর গৃহীত ‘আলী যাকের মুক্তিযুদ্ধের গ্রন্থপাঠ উদ্যোগ-২০২৩’ সমাপ্ত হয়েছে। অক্টোবর-২০২২ গ্রন্থপাঠ উদ্যোগ গ্রহণ করা হয় এবং ১৯ নভেম্বর ২০২২ আনুষ্ঠানিকভাবে গ্রন্থাগার প্রতিনিধিদের হাতে গ্রন্থসমূূহ হস্তান্তর করা হয়। দনিয়া পাঠাগারের মোহাম্মদ শাহনেওয়াজ ছিলেন এই কর্মসূচির সমন্বয়ক। ৫০টি পাঠাগারকে বই প্রদান করার জন্য নির্বাচন করা হলেও ৪২টি পাঠাগার কর্মসূচিতে অংশগ্রহণ করে। স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ শেষে প্রতিক্রিয়া জমা দেয়। এ ক্ষেত্রে ৩৭টি পাঠাগার পাঠ-প্রতিক্রিয়া জমা দেয়। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারওয়ার আলী, মফিদুল হক, ট্রাস্টি ও সদস্য সচিব সারা যাকের, জাতীয় গ্রন্থকেন্দ্রের মহাপরিচালক মিনার মনসুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক ড. আবু মোহাম্মদ দেলোয়ার হোসেন এবং প্রয়াত ট্রাস্টি আলী যাকেরের পুত্র ইরেশ যাকেরকে সদস্য করে জুরি বোর্ড গঠিত হয়। পাঠ উদ্যোগের সিদ্ধান্ত অনুসারে জুরিদের দেওয়া নম্বরের ভিত্তিতে সেরা দশজনকে পুরস্কৃত করা হবে । তাদের সবাইকে সমপরিমাণ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

সর্বশেষ খবর