মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

হানিফ সংকেতের ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’

নারীবান্ধব পরিচ্ছন্ন নাটক

 শোবিজ প্রতিবেদক

হানিফ সংকেতের ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’

এবারের ঈদের দিন এটিএন বাংলায় বরেণ্য নির্মাতা হানিফ সংকেতের রচনা ও নির্দেশনায় প্রচারিত হয়েছে নাটক ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’। নাটকের নামে যেমন অনুপ্রাস ও নান্দনিকতা, নাটকের বার্তাও বাস্তবধর্মী। সভ্য যুগ বলে দাবি করা এ যুগে হরহামেশাই ঘটছে অসভ্যতার সীমা ছাড়িয়ে যাওয়া নানা অপকর্ম। অনেক ক্ষেত্রে এর প্রধান শিকার হচ্ছেন নারীরা। কিন্তু এত গুরুত্বপূর্ণ এই বিষয়টি অনেক সময় নাটক-সিনেমায়ও থেকে যায় উপেক্ষিত। মাত্র তিনটি চরিত্রের মাধ্যমেই অত্যন্ত চমৎকারভাবে পুরো বিষয়টি তুলে ধরা হয়েছে এই নাটকে। এখানেই হানিফ সংকেতের নির্মাণে মুনশিয়ানা। বিয়ে করতে চান না বলে সজল ও সারিকা দুজনই বাসা থেকে রাগ করে বেরিয়ে যান। মজার ব্যাপার হলো- তারা আলাদা আলাদা বাসা থেকে বের হলেও কাকতালীয়ভাবে তাদের দেখা হয় কক্সবাজারে। সময় কাটাতে দুজনই বেছে নেন সমুদ্রসৈকতকে। ছদ্মবেশে তাদের ফলো করতে থাকেন এক পুলিশ কর্মকর্তা। আজকাল কিছু অসৎ যুবক মেয়েদের টার্গেট করে ভুল বুঝিয়ে ফাঁদে ফেলে। মেয়েরাও ভুল বুঝে একসময় ভুলের বোঝা মাথায় নিয়ে বড় ভুল করে বসে। ফলাফল হিসেবে কেউ করে আত্মহত্যা। কাউকে আবার করা হয় নির্মমভাবে হত্যা। পত্র-পত্রিকায় প্রায়ই যে খবর দেখা যায়। মেয়েদের ফাঁদে ফেলে এরা নানাভাবে ব্ল্যাকমেইলিং, অত্যাচার ও নির্যাতন করে থাকে। ঘটনাচক্রে বিয়ে করতে না-চাওয়া সজল ও সারিকা পরস্পরকে ভালোবেসে ফেলেন। আর, নাটকের শেষ দৃশ্যে পুলিশ কর্মকর্তার চরিত্রে থাকা শতাব্দী ওয়াদুদ উন্মোচন করে দেন সব ‘রহস্য’।

এখন অধিকাংশ নির্মাতার প্রধান লক্ষ্য থাকে ইউটিউবে ‘ভিউ’ বাড়ানো! সে জন্য নাটকের সংলাপ আর অঙ্গভঙ্গিতে থাকে অশ্লীলতা। কিন্তু হানিফ সংকেত বরাবরই ব্যতিক্রম। তাঁর নাটক থাকে পরিচ্ছন্ন, অশ্লীলতামুক্ত। থাকে না ভিউ বাণিজ্যের প্রতিযোগিতা। থাকে সমাজসচেতনতার বার্তা। আর সে জন্যই দর্শকরা পরিবার নিয়ে হানিফ সংকেতের নাটক উপভোগ করেন। আর দীর্ঘ ৪০ বছর ধরে তিনিও একইভাবে আছেন দর্শকহৃদয়জুড়ে।

 

সর্বশেষ খবর