মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

৫০ বছরে ‘সোলস’

 শোবিজ প্রতিবেদক

৫০ বছরে ‘সোলস’

‘মন শুধু মন ছুঁয়েছে’ কিংবা ‘জ্বালাইয়া গেলা মনে আগুন’ শুনলেই মনে পড়ে ব্যান্ড দল সোলসের কথা। ব্যান্ডটির জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। এরমধ্যে ৫০ বছর পেরিয়ে গেছে।  শৈশব-কৈশোর চট্টগ্রামে কাটিয়ে তিন দশক ধরে থিতু হয়েছে ঢাকায়। এখন যে দলটির বিচরণ বিশ্বজুড়ে। তপন চৌধুরী, নকীব খান, আইয়ুব বাচ্চুকে পেরিয়ে দলটির হাল এখন পার্থ বড়ুয়ার হাতে। সবার জন্মই সমুদ্রকন্যা চট্টগ্রামে। দেশের আদি ও অন্যতম ব্যান্ড ‘সোলস’। ব্যান্ডটির বর্তমান পাঁচ সদস্যের তিনজনই এখনো চট্টগ্রামেরই; নাসিম আলী খান, পার্থ বড়ুয়া ও রিয়েল। বাকি দুজনের মধ্যে মাসুম মুন্সীগঞ্জের আর আশিক হলেন খুলনার। ৫০ বছর পূর্তি উপলক্ষে সোলস-এর বিশেষ গান ‘কিতা বাইসাব বালানি’। এটি সিলেট অঞ্চলের লোকপ্রিয় একটি গান।  গানটির প্রধান কণ্ঠ যথারীতি পার্থ বড়ুয়ার।  সোলসের পথচলা শুরু

১৯৭৩ সালে, চট্টগ্রামে। ১৯৮২ সালে প্রকাশ হয় সোলসের প্রথম অ্যালবাম ‘সুপার সোলস’। এটি ছিল দেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে অন্যতম জনপ্রিয় অ্যালবাম।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর