বুধবার, ১২ জুলাই, ২০২৩ ০০:০০ টা

লন্ডন মাতাল সোলস...

শোবিজ ডেস্ক

লন্ডন মাতাল সোলস...

দেশের জনপ্রিয় ব্যান্ড দল ‘সোলস’। সোমবার লন্ডনের মাইল অ্যান্ড স্টেডিয়ামে হাজার হাজার দর্শক-শ্রোতার গানে গানে মাতাল সোলস। প্রায় ২০ হাজার দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন। অনুষ্ঠানের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন লন্ডনে বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম। ‘এ এমন পরিচয়’ গানটি দিয়ে অনুষ্ঠান শুরু করে ব্যান্ডটি। এরপর একে একে ‘বৃষ্টি দেখে অনেক কেঁদেছি, ‘কেন এই নিঃসঙ্গতা’, ‘ব্যস্ততা দেয় না অবসর’সহ জনপ্রিয় গানগুলো পরিবেশন করা হয়। এ অনুষ্ঠানের মধ্য দিয়েই সোলসের ৫০ বছর পূর্তির আয়োজন শুরু হয়েছে। এ উপলক্ষে লন্ডনবাসীদের সিলেটি ভাষার ‘কিতা ভাইসাব’ গানটি উপহার দেয় ব্যান্ডটি। এ সময় হাজারো কণ্ঠে গানটি স্টেডিয়ামজুড়ে অন্যরকম উন্মাদনা সৃষ্টি করে। এই আয়োজনে প্রয়াত ব্যান্ড লিজেন্ড আইয়ুব বাচ্চুকে ট্রিবিউট করে ‘একদিন ঘুম ভাঙা শহরে’ গানটি পরিবেশন করেন সোলস সদস্যরা। লন্ডনের এই সফরে আছেন পার্থ বড়ুয়া, নাসিম আলী খান, আহসানুর রহমান আশিক (ড্রামস), মীর শাহরিয়ার মাসুম (কি-বোর্ড) মারুফ হাসান রিয়েল (বেজ গিটার) ও শামীম আহমেদ (সাউন্ড ইঞ্জিনিয়ার)।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর