বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

দর্শক সারিতে জয়া

শোবিজ প্রতিবেদক

দর্শক সারিতে জয়া

দুই বাংলার দেবী জয়া আহসান। সম্প্রতি তাঁকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অডিটোরিয়ামে অনুষ্ঠিত বুয়েট ফিল্ম সোসাইটির আয়োজনে চলতরঙ্গ সিনেসপ্তাহে দেখা গেল। পাঁচ দিনব্যাপী এই আয়োজনের অংশ হিসেবে সোমবার সন্ধ্যায় দেখানো হয় যুবরাজ শামীম নির্মিত ‘আদিম’। দেশে না থাকায় সেটি দেখার সুযোগ পাননি জয়া আহসান। তাই যুবরাজের কাছে অভিনেত্রী বলে রেখেছিলেন, যখন ঢাকায় ফের ‘আদিম’-এর প্রদর্শনী হবে, তাঁকে যেন জানানো হয়। তিনি ছবিটি দেখতে চান। সত্যিকার অর্থেই ‘আদিম’ দেখতে চেয়েছেন জয়া। তাই বুয়েটে ছবিটির প্রদর্শনীর কথা শুনে ছুটে গেছেন। চমকে দিয়েছেন উপস্থিত দর্শক-সংশ্লিষ্টদের। ছবিটি দেখার পর জয়া আহসান তাঁর অনুভূতি বর্ণনা করেছেন এভাবে- ‘অনেকদিন ধরেই ‘আদিম’ দেখব দেখব ভাবছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। বুয়েটে শোর কথা শুনেই ছবিটি দেখতে এলাম। দর্শকের সঙ্গে বসে যখন ‘আদিম’ দেখছিলাম, তখন সব কিছু বাদ দিয়ে শুধু ছবিটাই দেখতে বাধ্য হয়েছি। অসাধারণ একটা ট্রিপ। অনেকদিন পর একটি সৎ সিনেমা দেখলাম!’ এদিকে জয়ার আগমনে মুগ্ধ, অবাক নির্মাতা যুবরাজ শামীম। বললেন, ‘জয়া আপার উপস্থিতি আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর