বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩ ০০:০০ টা

চঞ্চল-তানজিকার ‘সোনার খাঁচা’

শোবিজ প্রতিবেদক

চঞ্চল-তানজিকার ‘সোনার খাঁচা’

চঞ্চল চৌধুরী ও তানজিকা আমিন অভিনীত নাটক ‘সোনার খাঁচা’। বৃন্দাবন দাসের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান। এটিতে আরও অভিনয় করেছেন নাবিলা ইসলাম, আল মনসুর, ফজলুর রহমান বাবু, আ খ ম হাসান, শাহানাজ খুশি, শানু, আরফান আহমেদ, সজিব, হারুন, রাজা প্রমুখ। গল্পে দেখা যায়, তৃণমূলের সবচেয়ে প্রাচীন সেবাদানকারী প্রতিষ্ঠানের নাম ইউনিয়ন পরিষদ। মানুষ যে কোনো প্রয়োজনে আশ্রয়স্থল ভাবে এই পরিষদকে। প্রতিবার নির্বাচন আসে- মানুষ স্বপ্ন দেখে তাদের ভাগ্যের পরিবর্তন হবে। অনেক স্বপ্ন নিয়ে জনসাধারণ পরিষদের নেতা নির্বাচিত করে। কিন্তু পরিষদের চেয়ারে বসে সবাই যেন বদলে যায়। অধরাই থেকে যায় মানুষের স্বপ্ন। তাই অনেকে পরিষদের ওই ভবনটিকে সোনার খাঁচা বলে সম্বোধন করে। তাদের সব স্বপ্ন যেন সোনার খাঁচায় বন্দি- কেউ সে খাঁচা ভাঙতে পারে না। আমাদের প্রস্তাবিত নাটকের কাহিনি গড়ে ওঠবে উত্তরবঙ্গের প্রত্যন্ত অঞ্চলের একটি ইউনিয়ন পরিষদকে ঘিরে। প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সেখানে আসে। নানা রঙের মানুষ। ভিন্ন তাদের সমস্যা, প্রত্যাশা। এখানে যাঁরা সেবাদানকারী আছেন; সেক্রেটারি, চৌকিদার, দফাদার, মেম্বার, মহিলা মেম্বার- তাঁদের পরস্পরের সম্পর্ক দ্বন্দ্ব-সংঘাত থেকে শুরু করে নানা টানাপড়েনের কাহিনি কখনো হাস্যরসাত্মক আবার কখনো করুণ রসের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করা হবে এই গল্পে। এনটিভিতে প্রচার হবে নাটক ‘সোনার খাঁচা’।

সর্বশেষ খবর