শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩ ০০:০০ টা

ধর্মঘটের মুখে হলিউড

শোবিজ ডেস্ক

হলিউডের অভিনেতা ইউনিয়নের নাম সোয়াগ-আফট্রা। প্রায় এক লাখ ষাট হাজার অভিনেতা এর সঙ্গে যুক্ত। তাদের দাবি, বেতন বৃদ্ধি করতে হবে, অনলাইন স্ট্রিমিং সার্ভিসগুলোকে অভিনেতাদের বেশি টাকা দিতে হবে। সাধারণত কোনো ছবি বা সিরিয়াল যখন মার্কিন টেলিভিশনে দেখানো হয় তখন সেই ছবির জনপ্রিয়তার ওপর নির্ভর করে ইনসেনটিভ দেওয়া হয়। যা অভিনেতাদের রোজগারের একটি বড় জায়গা।

অভিযোগ, অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফরমগুলো কোন ছবি কেমন চলছে তার নির্দিষ্ট কোনো তথ্য ও ইনসেনটিভ দেওয়া হয় না। ইউনিয়নের দাবি- স্ট্রিমিং সংস্থাগুলোকেও সেই ইনসেনটিভ দিতে হবে। সব মিলিয়ে ধর্মঘটের মুখে হলিউড। এর আগে গত মে মাস থেকে হলিউডের লেখকরা ধর্মঘট শুরু করেছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর