মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩ ০০:০০ টা

এবার রুচির দুর্ভিক্ষ নিয়ে বাপ্পারাজ

 শোবিজ প্রতিবেদক

এবার রুচির দুর্ভিক্ষ নিয়ে বাপ্পারাজ

নাট্যজন মামুনুর রশীদের আলোচিত বক্তব্যের প্রতিধ্বনি মিলল নায়ক বাপ্পারাজের কণ্ঠেও। কমাস আগে মামুনুর রশীদ বলেছিলেন, দেশে রুচির দুর্ভিক্ষ চলছে। এমন বক্তব্যের রেশ ধরে পক্ষে-বিপক্ষে ঝড় ওঠে সোশ্যাল হ্যান্ডেলে। মূলত মামুনুর রশীদের ওই বক্তব্যটি ছিল হিরো আলম প্রসঙ্গে। তবে এবার সেই প্রসঙ্গটি সামগ্রিক অর্থে তুলে ধরলেন অনেকটাই আড়ালে চলে যাওয়া নায়করাজ রাজ্জাকপুত্র বাপ্পারাজ। এবার এই নায়ক আঙুল তুলেছেন সাংবাদিক ও সেলিব্রেটিদের দিকে। রবিবার বাপ্পা বলেন, ‘আজকাল সাংবাদিক হওয়া কোনো ব্যাপার নয়, হাতে একটা স্মার্ট ফোন থাকলেই হলো। শিক্ষা, বিদ্যা, বুদ্ধির দরকার নেই, কোনো দায়বদ্ধতাও নেই। ক্যামেরা অন করে দাঁড়িয়ে পড়লেই হলো।’ সাংবাদিকদের পাশাপাশি বাপ্পা কড়া সমালোচনা করলেন সেলিব্রেটিদের নিয়েও। বললেন, ‘সেলিব্রেটি হওয়া আরও সহজ। ওই সাংবাদিকদের সামনে একবার দাঁড়াতে পারলেই হলো, তারপর মনে যা চায় আবোল-তাবোল বকবেন। তাতেই ভাইরাল, আপনি হিট। বিশাল সেলিব্রেটি হয়ে গেলেন। যেমন বাহারি প্রশ্ন তেমন উত্তরদাতার বাহারি উত্তর। আসলেই আমরা দুর্ভিক্ষের মধ্যে আছি।’ বাপ্পার এমন মন্তব্যকে ঘিরে ফেসবুকে সমর্থনের পাল্লাটাই ভারী। বেশির ভাগই মনে করছেন, বাপ্পারাজ যথার্থই বলেছেন।

 

সর্বশেষ খবর